এবার তৃণমূলের সঙ্গে জোটের আহ্বান বার্তা কংগ্রেসের

পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে জোট ভাঙার ইঙ্গিত

দ্য কোয়ারি ডেস্ক: পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে সিপিআইএমের সঙ্গে জোট করে ফলাফল শূন্য। কেরলে সরকার দখলে ব্যর্থতার পর এবার ত্রিপুরায় দল ভাঙন রুখতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করার বার্তা দিল কংগ্রেস।

শুক্রবার আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রের তরফে সদ্য রাজ্যে আলোড়ন ফেলা টিএমসির সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়াই করার আহ্বান জানানো হলো। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ বিশ্বাস গত দুদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আঠার মতো সেঁটে রয়েছেন। ইতিমধ্যেই কংগ্রেসে ভাঙন শুরু হয়েছে।

বারবার দলত্যাগে অভ্যস্থ কংগ্রেস নেতা ও বিজেপির প্রাক্তন সহ সভাপতি সুবল ভৌমিক তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি গত বিধানসভা ভোটের আগে কংগ্রেস ছেডে টিএমসিতে যান। পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সুবলবাবুর টিএমসি যোগদানের পর থেকেই কংগ্রেসের মধ্যে দল ছাড়ার বিরাট ধাক্কা আসছে বলেই খবর।

সূত্রের খবর, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রায় সব নেতা কর্মী আগামী বিধানসভা ভোটের আগে পুরোপুরি টিএমসিতে যেতে প্রস্তুত। প্রদেশ তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, সোমবার দলের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরতলায় আসছেন। তাঁর উপস্থিতিতে কংগ্রেস ছেড়ে আরও নেতা কর্মীরা টিএমসিতে যোগ দেবেন।

কংগ্রেসে যেমন ভাঙন ধরছে, তেমনই শাসক বিজেপির অন্দরেও লম্বা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া। বেশকিছু বিধায়ক বিজেপি ছেড়ে ফের টিএমসিতে সামিল হবেন। এমনই দাবি ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক আশীষলাল সিংহের।

গত বিধানসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে টিএমসিতে গিয়েছিলেন ততকালীন বিরোধী বিধায়করা। ত্রিপুরায় টিএমসি সাময়িক সময়ের জন্য বিরোধী দল হয়। এর পরে সব টিএমসি বিধায়ক বিজেপিতে চলে যান। নির্বাচনে টানা ২৫ বছরের বামফ্রন্ট সরকারের পতন হয়। বিজেপি-আইপিএফটি জোট সরকারে এসেছে। এখন বিজেপির অভ্যন্তরেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে সরব বিধায়করা।

সম্পর্কিত পোস্ট