শনিবার থেকে ভক্তদের জন্য খুলছে কালীঘাটের গর্ভগৃহ

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: কাল থেকে ভক্তদের জন্য খুলছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। এবার থেকে কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ঢুকে দেওয়া যাবে পুজো।

করোনাকালে মন্দির খোলার পর গর্ভগৃহে ভক্তদের প্রবেশ নিষেধ ছিল। কিন্তু সেই বাধা কাটিয়ে অবশেষে ভক্তদের জন্য খুলে গেল গর্ভগৃহ।

তবে যাতে বেশি ভিড়ভাট্টা না হয়, তাই পুণ্যার্থীদের সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে।  একসঙ্গে ভিতরে ঢুকতে পারবেন ১০ জন। সেই সঙ্গে মেনে চলতে হবে কড়া করোনা বিধি।

তবে গর্ভগৃহে ফুল-মিষ্টি নিয়েই এবার দেওয়া যাবে পুজো। এতদিন ভক্তরা বাইরের দোকানগুলি থেকে ফুল কিনে গর্ভগৃহের বাইরে থেকে মাতৃদর্শন করছিলেন।

এখন থেকে আর মাতৃ মূর্তির কাছাকাছি পৌঁছাতে কোনও বাধা রইল না। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে মন্দির খোলা থাকবে সকাল ৬ থেকে বেলা ১২ পর্যন্ত। আবার বিকেল ৪ থেকে ৭ পর্যন্ত খুলবে মাতৃ মন্দির।

সম্পর্কিত পোস্ট