নিউটাউনের ধাঁচে গড়ে তোলা হবে একাধিক উপনগরী, জানালেন HIDCO- র চেয়ারম্যান ফিরহাদ

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: রাজ্যে রাজারহাট নিউটাউনের ধাঁচে একাধিক উপনগরী গড়ে তোলা হবে হবে । জানালেন আবাসনমন্ত্রী তথা হিডকো-র চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

হিডকোর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে আজ তিনি সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। কীভাবে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলিকে সস্তায় জমি দিয়ে সাহায্য করা যায় তা ওই বৈঠকের মূল আলোচ্য ছিল।

একইসঙ্গে হিডকোর আগামী কর্মসূচি নিয়েও আলোচনা হয় এদিন। বৈঠকের পর সাংবাদিকদের আবাসন মন্ত্রী বলেন, রাজারহাট-নিউটাউনের ধাঁচে রাজ্যে আরও একাধিক উপনগরী গড়ে তোলা হবে রাজ্যে। হাওড়ায় তৈরি হবে ‘খেল সিটি’।

তিনি জানান, দক্ষিণ ২৪ পরগনায় ‘গ্রিন সিটি’ গড়ে তোলা হবে। এতদিন আমজনতার ধারণা ছিল, হিডকো মানেই রাজারহাট। কিন্তু দায়িত্ব নিয়েই ফিরহাদ হাকিম বুঝিয়ে দিয়েছেন গোটা রাজ্যের কাজ করবে পশ্চিমবঙ্গ আবাসন পরিকাঠামো উন্নয়ন নিগম।

বাম আমলে হিডকোর চেয়ারম্যান পদে ছিলেন তৎকালীন আবাসন মন্ত্রী গৌতম দেব। তারপর পেরিয়েছে ১১ বছর। তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে হিডকোর চেয়ারম্যান পদে ছিলেন দেবাশিস সেন। কোনও মন্ত্রী এই পদ পাননি।

১১ বছর পর ফের এক মন্ত্রী হিডকোর চেয়ারম্যানের দায়িত্ব পেলেন। শুক্রবার মন্ত্রী ফিরহাদ হাকিম হিডকোর চেয়ারম্যান পদের দায়িত্ব বুঝে নেন। বৈঠক করেন কর্মীদের সঙ্গে।

সম্পর্কিত পোস্ট