দক্ষিণবঙ্গের বিস্তির্ণ এলাকা ডুবুডুবু, DVC ছাড়ছে জল
দ্য কোয়ারি ডেস্ক: অতিবৃষ্টির কারণে জলাধার উপচে উঠছে। ফলে দুর্গাপুর ব্যারেজ থেকে ৫১ হাজার ৮শো কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। এই জল ধাক্কায় দক্ষিণবঙ্গের বিস্তির্ণ এলাকা ডুবুডুবু। বিচ্ছিন্ন হয়েছে গ্রামের পর গ্রাম থেকে জেলাসদরগুলি।
টানা বৃষ্টিতে হুগলীর ব্যান্ডেল, চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর, উত্তরপাড়া, কোন্নগর এলাকা জলমগ্ন। ট্রেন চলাচলে বিঘ্ন হওয়ায় প্রবল অসুবিধায় পড়েন যাত্রীরা। জেলার আরামবাগ, খানাকুল এবং গোঘাটের বিভিন্ন এলাকায় বন্যা।
টানা বৃষ্টির জেরে পশ্চিম মেদিনীপুর জেলাতেও বন্যা পরিস্থিতি। কেশপুর- মেদিনীপুর রাজ্য সড়ক জলের তলায়। জলস্তর ক্রমশ বাড়ছে।
ভারী বৃষ্টিপাতের জন্য বীরভূমের বহু এলাকা জলমগ্ন। অজয়, ময়ুরাক্ষীর জলস্তর বাড়ছে। ৫১ পীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলাবাড়ছে মন্দিরে কোপাই নদীর জল ঢুকে পড়েছে।
পূর্ব বর্ধমানের দামোদর ও অজয় নদ সংলগ্ন এলাকায় বন্যা কবলিত অনেক এলাকা। বিচ্ছিন্ন হয়েছে বহু গ্রাম। ভাগীরথী গঙ্গা প্রবল ফুলে উঠছে কাটোয়ার কাছে।
পশ্চিম বর্ধমানে অতি বৃষ্টি ও দামোদর, বরাবরের জল বাড়তে থাকায় ডিভিসি জল ছাড়তে শুরু করেছে এর জেরে জলবন্দি লক্ষ লক্ষ মানুষ। দেখা দিচ্ছে খাদ্যাভাব। বন্যার মাঝে কী করে করোনার টিকা দেওয়া কর্মসূচি চলবে এটাও চিন্তার কারণ।