কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু, অসন্তোষ আশঙ্কা

দ্য কোয়ারি ডেস্ক: স্নাতক স্তরে ভর্তির অনলাইন পোর্টাল খুলে গেল। ২০ আগস্ট পর্যন্ত এটি খোলা থাকবে। ভর্তিতে ইচ্ছুক পড়ুয়ারা আবেদন করবেন এই পোর্টালে।

আগামী ৩১ আগস্টের মধ্যে মেধা তালিকা প্রকাশ করবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি। ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে।

ইতিমধ্যেই বিভিন্ন কলেজ প্রস্তুতি শুরু করেছে দিয়েছে। উত্তরবঙ্গ, কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি, বর্ধমান, কল্যানী, বারাসত, সিধুকানু, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানে শুরু হচ্ছে ভর্তি প্রক্রিয়া।

অন্যদিকে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা নিয়ে প্রবল অসন্তোষ জেলা জেলায়। মেধা তালিকার মূল্যায়ন মানতে নারাজ বহু পড়ুয়া। প্রতিবাদে বিক্ষোভে বিদ্যালয়ে ভাঙচুর হচ্ছে। এই ক্ষোভ স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়ায় পড়বে বলেই আশঙ্কা। সোমবার পড়ুয়া অসন্তোষ নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিদ্ধান্ত নেবে পরবর্তী পদক্ষেপে

সম্পর্কিত পোস্ট