স্কুল ছাত্রকে অপহরণের দায়ে গ্রেফতার টোটো চালক, এলাকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ স্কুল থেকে বাড়ি ফেরার সময় পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে অপহরণের চেষ্টায় গ্রেফতার এক টোটো চালক। ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের দাহারে। অভিযুক্তের নাম গোপাল মন্ডল। অভিযুক্তকে টোটো চালককে রবিবার আদালতে তুললে, ১৪ দিনের জেলা হেফাজতের নির্দেশ দেন বিচারক।

জানাগেছে, বালুরঘাট শহরের নেপালিপাড়ার বাসিন্দা পঞ্চম শ্রেণীর ছাত্রীটি বালুরঘাট উচ্চ বিদ্যালয়ে পাঠরত।

গত ১৩ ফেব্রুয়ারী ছাত্রটি স্কুল ছুটির পর বাইরে এসে অপেক্ষা করছিল বাড়ি যাবে বলে। তবে বেশ কিছুদিন ধরেই টোটো নিয়ে গোপাল তার উপর নজর রাখছিল।

আরও পড়ুনঃ কোচবিহারের ৬ টি জেলায় আসন বন্টন চূড়ান্ত বাম-কংগ্রেোসের

সেটি বুঝতে পেরেছিল ছাত্রটি। এদিনও সেই টোটো চালক এলে আড়াল হয়ে যায় পড়ুয়াটি। কিন্তু বাড়িতে পৌঁছে দেবে বলে ছাত্রটির কাছে যায় টোটো চালক গোপাল। এরপর গোপালের টোটোতে গিয়ে বসে ছাত্রটি।

বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে টোটোটি অলিগলি দিয়ে একেবার রঘুনাথপুরের ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর ওঠে । এদিকে বাড়ির রাস্তায় না নিয়ে গিয়ে অন্যদিকে টোটোটি নিয়ে যাওয়ায় সন্দেহ হয় ছাত্রটির। সে ওই টোটো চালক গোপালের কাছে জানতে চাইতেই ভয় দেখিয়ে তাকে চুপ করে থাকতে বলে গোপাল।

সঙ্গে সঙ্গে ছাত্রটি চলন্ত টোটো থেকে নিচে ঝাঁপিয়ে পরে দৌড়তে থাকে। অভিযুক্ত টোটো চালক পিছু নিলেও অভিযুক্ত ধরতে পারেনি ছাত্রটিকে। এরপর কোনোমতে ছাত্রটি বাড়ি ফিরে আসে।

শনিবার রাতে ছাত্রটির বাড়ির লোক বিষয়টি জানতেই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপরেই অভিযুক্তকে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ।

রবিবার ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে ১৪ দিনের জেলা হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে খবর, ধৃত অভিযুক্ত জেরায় স্বীকার করেছে এই ঘটনার কথা।

ছাত্রটির মা বলেন, আমার ছেলে প্রথমে আমাদের কিছু বলেনি এই ঘটনার সম্পর্কে। সে বন্ধুদের কাছে গল্পটি করেছিল। সেই বন্ধুদের মারফৎ আমরা জানতে পারি। এরপরে জিজ্ঞাসা করতেই আমার ছেলে সব খুলে বলে।    জেরায় অভিযুক্ত স্বীকার করেছে সিসি ক্যামেরা এড়ানোর জন্য অলিগলি দিয়ে যাচ্ছিল সে।

বালুরঘাট থানার আইসি গৌতম রায় জানান, টোটোর কিছু চিহ্ন এবং নম্বর দিয়ে অভিযোগ করা হয়েছিল। তার ভিত্তিতে শনাক্ত করা হয়েছিল অভিযুক্তকে। বালুরঘাট গার্লস হাই স্কুলের পেছনের রাস্তা থেকে গ্রেফতার করা হয় তাকে।

সম্পর্কিত পোস্ট