বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলি ও হাওড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার হুগলি ও হাওড়া যাচ্ছেন। আকাশপথে ব্লকের বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের পরে তিনি খানাকুলে নেমে পরিস্থিতি খতিয়ে দেখা ছাড়াও বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলবেন। তাদের অভাব অভিযোগ শুনবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

পাশাপাশি আকাশপথে হাওড়ার বিভিন্ন প্লাবিত এলাকাও মুখ্যমন্ত্রীর পরিদর্শন করার কথা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উপরে নজর রাখতে নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যার নম্বর ১০৭০। সেখান থেকে নিয়মিত জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

অন্যদিকে, রাজ্যে উপনির্বাচন হতে চলা ৫ বিধানসভা কেন্দ্রে আজ থেকে ইভিএম-ভিভিপ্যাটের ‘’ফার্স্ট লেভেল চেকিং’’ অর্থাৎ প্রথম পর্যায়ে পরীক্ষা শুরু হল। এই ব্যাপারে আগেই সংশ্লিষ্ট জেলাগুলিকে নির্দেশিকা পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

শিল্পসাথী প্রকল্পের জন্য স্কচ প্ল্যাটিনাম পুরস্কার রাজ্যের ঝুলিতে

সব রাজনৈতিক দলগুলোকে উপস্থিত থাকতেও বলা হয়েছিল। কোভিড বিধি মেনে জেলাগুলিকে এই পরীক্ষার কাজ করতে বলা হয়েছে। ভবানীপুর, খড়দহ, গোসাবা, শান্তিপুর, দিনহাটা কেন্দ্রে ভোট যন্ত্রের প্রথম পরীক্ষার কাজ শুরু হল। চলবে ৬ আগস্ট পর্যন্ত।

সম্পর্কিত পোস্ট