বানভাসী বাংলার খোঁজ নিতে মমতাকে ফোন মোদীর, ডিভিসির জল ছাড়া নিয়ে অভিযোগ মুখ্যমন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের দুর্যোগ পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক। বাংলার পরিস্থিতি জানতে চেয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গত সপ্তাহের বৃষ্টিতে রাজ্য জুড়ে যে প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে, তা এখনও স্বাভাবিক হয়নি।
রাজ্যের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন।বানভাসি এলাকা পরিদর্শন করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই মমতাকে ফোন করে রাজ্যের সেই প্লাবন পরিস্থিতির খোঁজ নিলেন মোদী। রাজ্যে কোথায় কোথায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তা জানতে চান মোদী। বিপর্যয় মোকাবিলায় সবরকম সাহয্যের আশ্বাসও দিয়েছেন তিনি।
বুধবার সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রধানমন্ত্রীর ফোন আসে। কোনও কারণে যোগাযোগ করা যায়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে। পরে মুখ্যমন্ত্রী নিজে ফোন করেন মোদীকে। এরপরই রাজ্যের পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ কথা হয় তাঁদের। ডিভিসি জল ছাড়ায়, রাজ্যের বিভিন্ন এলাকা জলমগ্ন। তাই এ দিন মোদীকে ডিভিসির জল ছাড়া নিয়ে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খারাপ আবহাওয়ায় মেলেনি উড়ানের অনুমতি, সড়কপথেই বানভাসি হাওড়ার পথে মমতা
বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে খানাকুল, উদয়নারায়নপুরে দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার ওই দুর্গত এলাকা পরিদর্শনে হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। বুধবার খানাকুলের ঘোষপুর মান্নার ডাঙ্গা মাঠে চপার ল্যান্ড করে নৌকায় চেপে বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার কথা ছিল মুখ্যমন্ত্রীর।
তবে, সকাল থেকেই আবার বৃষ্টি শুরু হয়। শেষ মুহূর্তে সেই কারণে হেলিকপ্টার সফর বাতিল হয়। সড়কপথেই এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নেন।আবার বৃষ্টির কারণে প্লাবিত এলাকায় জলস্তর আরও বাড়তে পারে।