অতিবৃষ্টির জেরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি, রাজ্যের অভিযোগ উড়িয়ে দাবি ডিভিসির

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একটানা অতিবৃষ্টির জেরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে ডিভিসি কর্তৃপক্ষ জানিয়েছে। রাজ্য সরকারকে আগাম না জানিয়ে জল ছড়াতেই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্য সরকারের অভিযোগ খারিজ করে দিয়েছে ডিভিসি।

ডিভিসির তরফে জানানো হয়েছে এই মুহূর্তে তাদের জলাধারগুলি সাড়ে তিন লক্ষ কিউসেক জল ধরে রেখেছে বলে জানানো হয়েছে। কিন্তু গত কয়েকদিনে বাঁধের উপরে একশো মিলিমিটার এবং বাঁধের নিচের অববাহিকায় দেড়শো মিলিমিটার বৃষ্টি হওয়ার জেরেই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে তাদের দাবি।

জলাধার গুলি থেকে কখন, কত পরিমান জল ছাড়া হবে তা কেন্দ্রীয় জল কমিশনের সদস্য ছাড়াও ডিভিসির মুখ্য বাস্তুকার, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সেচ বিভাগের মুখ্য বাস্তুকারদের নিয়ে গঠিত কমিটি স্থির করে বলে কর্তৃপক্ষের দাবি।

ত্রিপুরায় খুন CPIM কর্মী, প্রকাশ্যে মার খেলেন শিক্ষক

ডিভিসির তরফে এক্সিকিউটিভ ডিরেক্টর সিভিল সত্যব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশনস্ কমিটিতে ডিভিসির পাশাপাশি, রয়েছে রাজ্য ও ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধিরা। এই কমিটি সিদ্ধান্ত নেয় কখন, কতটা জল ছাড়া হবে। এবারও জল ছাড়ার আগে রাজ্যের প্রতিনিধির লিখিত সম্মতি নেওয়া হয়।

গত কয়েকদিন বৃষ্টি হওয়ায় প্রথমে ডিভিসির জল ছাড়ার পরিমাণ ছিল ৩৫ হাজার কিউসেক। নদীগুলোর জলস্তর বাড়ায় ধীরে ধীরে বাড়ানো হয় জল ছাড়ার পরিমাণ।

সম্পর্কিত পোস্ট