DVC জলে বন্দি লক্ষ মানুষ, আসছে তেড়ে বৃষ্টি

দ্য কোয়ারি ডেস্ক: রাজ্যে ভারি বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ভারি বৃষ্টির কারণে ডিভিসির জলাধার ভর্তি। ডিভিসি জল ছাড়ায় দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের বহু এলাকা বানভাসি। লক্ষাধিক মানুষ জলবন্দি।

ডিভিসির জলছাড়া নিয়ে রাজ্য সরকারের অভিযোগ, আগে থেকে না জানিয়েই জল ছাড়া হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে বন্যার চেহারা ভয়াবহ। এভাবে জল ছাড়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে দক্ষিণের জেলাগুলিতে। তবে ডিভিসি অভিযোগ উড়িয়ে দেয়। তাদের দাবি, জল ছাড়ার বিষয়ে রাজ্য জানে। সবকিছু জানিয়েই লকগেট খোলা হয়েছে।

এর মাঝে বৃহস্পতিবার থেকে টানা দুদিনের অতিভারি বৃষ্টির সতর্কতা দিল আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। বুধবার বৃষ্টির জেরে কলকাতা সংলগ্ন বিভিন্ন এলাকা জলমগ্ন। কলকাতার অনেক এলাকা ডুবুডুবু।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত পোস্ট