অপ্রতুল টিকা, ফের মোদীকে চিঠি মমতার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে করোনা টিকার যোগান বাড়ানোর অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পুনরায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি কেন্দ্রের টিকা বণ্টন নিয়ে উষ্মা প্রকাশ করেছেন।

মুখ্যমন্ত্রীর অনুযোগ একাধিক বার টিকার যোগান বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানোর পরেও তা শোনা হয়নি। উত্তর প্রদেশ, কর্ণাটক, গুজরাটের মত বিজেপি শাসিত রাজ্য পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি পরিমাণে টিকা পাচ্ছে।

রাজ্যের দৈনিক ১১ লক্ষ টিকাকরণের  পরিকাঠামো থাকলেও অপ্রতুলতার কারণে দৈনিক মাত্র ৪ লক্ষ ডোজ টিকা দেওয়া সম্ভব হচ্ছে। রাজ্য বঞ্চিত হলে তিনি নীরব দর্শক হয়ে থাকবেন না বলেও মুখ্যমন্ত্রী চিঠিতে হুঁশিয়ারি দিয়েছেন।

পুজোর ছুটির পর একদিন অন্তর স্কুল খোলার ভাবনায় রাজ্য

দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে তার সঙ্গে দেখা করার সময়েও ভ্যাকসিনের অপ্রতুলতার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে তাতে সমস্যা মেটেনি। রাজ্য সরকার প্রায় তিন কোটি দিয়েছেন বঙ্গবাসীকে। এর মধ্যে প্রায় দু’কোটি কুড়ি লক্ষ্য প্রথম 89লক্ষ্য তৃতীয় ডোয। পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আছে অতি দ্রুত পশ্চিমবঙ্গের মানুষকে ভ্যাকসিন দেওয়ার কাজ করতে হবে। ভ্যাকসিন এর অপারেসি লক্ষ্যমাত্রা পূরণ করা যাচ্ছে না।

সম্পর্কিত পোস্ট