পাহাড় নিয়ে দীর্ঘদিনের সমস্যা মেটাতে ত্রিপাক্ষিক বৈঠকে কেন্দ্র
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পাহাড় নিয়ে দীর্ঘদিনের সমস্যা মেটাতে কেন্দ্রীয় সরকার আরও এক দফায় ত্রিপাক্ষিক বৈঠক ডাকতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত সন্ধ্যায় জিএনএলএফ,গোর্খা জনমুক্তি মোর্চা সহ সেখানকার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। আগামী মাসের প্রথম সপ্তাহে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বারোই আগস্ট এর মধ্যে পাহাড়ের সব রাজনৈতিক দল এবং রাজ্য সরকারকে চিঠি পাঠাবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। তবে বৈঠকের আলোচ্যসূচি কী হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
উল্লেখ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাহাড়ের গোর্খাল্যান্ড ইস্যুতে গত সাত অক্টোবর শেষবারের জন্য ত্রিপাক্ষিক বৈঠক ডাকলেও রাজ্য সরকার সেখানে অংশ না নেওয়ায় বৈঠক বাতিল হয়ে যায়।
প্রসঙ্গত, অখিল ভারতীয় গোর্খা লীগের দুই দফা দাবিতে আমরণ অনশনকে কেন্দ্র করে পাহাড়ের রাজনীতি দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একদল কেন্দ্রীয় সরকারের পক্ষে। অন্যদল বিপক্ষে। বিজেপির পাশে দাঁড়িয়েছেন পাহাড়ের জোটসঙ্গী জিএনএলএফ।
অন্যদিকে পাশে দাঁড়িয়েছেন বিমল পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা। তবে রাজ্যের সঙ্গে থাকা অনিত থাপা কোন পক্ষের পাশেই এখনো পর্যন্ত দাঁড়াননি নতুন সমীকরণ বদলাতে শুরু করতেই শিয়রে মেয়েকে দেখতে শুরু করেছেন পাহাড়বাসী শান্তির পথ খুঁজতে রাজ্য সরকারের ওপরই আস্থা রাখতে চাইছেন তারা এমনটাই মত প্রকাশ করছেন বৃহৎ অংশের মানুষ।
হুঁশিয়ারি আগেই ছিল। দার্জিলিঙে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান এবং জনজাতি তপশিলি উপজাতি তকমার দাবিতে অনশন শুরু করবেন। রবিবার থেকে শুরু হয়েছে অনশন। তাদের অভিযোগ রাজ্য সরকার স্থায়ী রাজনৈতিক সমাধানে আগ্রহী নয় যতক্ষণ পর্যন্ত কোন সদর্থক বার্তা আসবে বা প্রশাসনিক কোন আধিকারিক এসে তাদের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতি দেবেন এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ১১ জনজাতির সম্পর্কিত কোনরকম ইতিবাচক প্রতিশ্রুতি মিলবেতারা অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।