ত্রিপুরা: পুলিশের সামনেই CPIM অফিস পোড়ানো অভিযুক্ত BJP

দ্য কোয়ারি ডেস্ক: রাজনৈতিক পরিস্থিতি ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে ত্রিপুরায়। বিরোধী দল সিপিআইএমের একটি কার্যাবলী পুলিশের সামনেই পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে সরগরম পরিস্থিতি। ঘটনাস্থল ধলাই জেলার কমলপুর।

সিপিআইএমের অভিযোগ, পুলিশের সামনেই কমলপুর মহকুমার দলীয় অফিসে আগুন দিয়েছে বিজেপি দুর্বৃত্তরা। মানিভাণ্ডার বাজারস্থিত অফিসটিতে পেট্রোল ঢেলে প্রায় এক ঘণ্টার ব্যবধানে দুবার আগুন ধরানো হয়। বেশকিছু জিনিসপত্র নিয়ে যায় লুট করে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে নিচ তলার আগুন নেভায়। পরে ধমক দিয়ে তাদের বের করে দেয় বিজেপি দুর্বৃত্তরা এবং উপর তলায় আগুন লাগায়। অফিসের পাশের একটি বাড়ি ও দোকানেও ছড়ায় আগুন। পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে।

গত বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল হতেই বারবার বিরোধী দল সিপিআইএমের কর্মী সমর্থকরা আক্রান্ত ও খুন হয়েছেন। সিপিআইএমের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা এই ঘটনায় জড়িত। সরকার তাদের আড়াল করছে।

সিপিআইএমের অভিযোগ, রাজ্যে কর্মসংস্থান শিখেন। নির্বাচনী প্রতিশ্রুতি মতো ঘরে ঘরে চাকরির কথা বললেও বিজেপি করে দেখাতে পারেনি। এমনই অভিযোগ সিপিআইএমের। নির্বাচনে সন্ত্রাস ছড়িয়ে দিয়ে ভয়ের রাজত্ব কায়েম করতে চাইছে বিজেপি।

বিরোধী নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, সরকার ভয় পেয়েছে। সেই ভয় থেকেই সন্ত্রাস ছড়াচ্ছে।

সম্পর্কিত পোস্ট