জল সমস্যার সমাধানে ৩০০ টি সমীক্ষার সিদ্ধান্ত: নবান্ন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতার জল জমার সমস্যার সমাধান করতে রাজ্য সরকার শহরের নিকাশি ব্যবস্থার মূল ভিত্তি খালগুলির অবস্থা পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা এবং সংলগ্ন এলাকায় ছড়িয়ে থাকা প্রায় ২৬৭ কিলোমিটার দীর্ঘ এই খাল পথের পর্যালোচনা করতে ৩০০ টি আলাদা আলাদা সমীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
রাজ্যের সেচ দপ্তর পুরো ও নগর উন্নয়ন দপ্তর এবং পঞ্চায়েত দপ্তরের সহযোগিতায় এই সমীক্ষার কাজ করবে। সেই সমীক্ষার রিপোর্ট এর ওপর ভিত্তি করে খালগুলি সংস্কার এবং ড্রেজিংয়ের সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী কয়েক সপ্তাহ আগেই সংশ্লিষ্ট দপ্তর এবং সংস্থার সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন।
প্রশাসনিক সূত্রে জানা গেছে কলকাতার খাল ছাড়াও পার্শ্ববর্তী পুরসভা এলাকার খালগুলোকে ও সমীক্ষার আওতায় আনা হচ্ছে। কলকাতার যে সমস্ত খালগুলোতে সমীক্ষা করা হবে তার মধ্যে রয়েছে এস ডব্লিউ এফ ক্যানেল , এল ডব্লিউ এফ ক্যানেল , বেলেঘাটা খাল এবং টালি নালা।
এর পাশাপাশি উত্তর ২৪ পরগনার উদয়পুর , বাগজোলা এবং কেষ্টপুর খাল, দক্ষিণ ২৪ পরগনার বেগোর খাল, চড়িয়াল এবং মণি খালের অবস্থাও পর্যালোচনা করে দেখা হবে। চলতি মাসের মধ্যেই এই সমীক্ষার কাজ শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে খালের অবস্থা নিয়ে এধরনের সামগ্রিক সমীক্ষার উদ্যোগ এই প্রথম। যার ওপরে ভিত্তি করে খালের সংস্কার ড্রেজিং ইত্যাদি কাজ করানো হবে। পাশাপাশি তাদের নাব্যতার বর্তমান অবস্থার ওপর ভিত্তি করে নতুন ড্রেনেজ পাম্পিং স্টেশন তৈরি এবং তার অবস্থান বদলের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।