বিনামূল্যে মাটির ভাঁড় বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর দাবি আমিই উন্নয়ন করব
দ্য কোয়ারি ডেস্ক: ফের বিতর্কের মুখে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সরকারি অনুষ্ঠান থেকে নিজেকেই মুখ্যমন্ত্রী পদের জন্য যোগ্যতম বলে দাবি করেছেন তিনি।
ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের অনুষ্ঠানে বিনামূল্যে মাটির ভাঁড় দেওয়ার উদ্যোগের শুরু হয়। এতে স্বনিযুক্তি প্রকল্পের বিপুল উন্নয়ন হবে বলে দাবি করা হয়েছে।
মাটির ভাঁড় নিয়েই বিতর্কের মুখে মুখ্যমন্ত্রী। অভিযোগ, রাজ্যে কর্মসংস্থান তলানিতে গিয়ে ঠেকেছে। ঘরে ঘরে চাকরি ও কর্মসংস্থানের সুযোগ হবে বলে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। মুখ্যমন্ত্রী কখনও বাঁশের বোতল, কখনও মাটির ভাঁড়ে রোজগারের তত্ত্ব আউড়াচ্ছেন।
অনুষ্ঠান থেকে বিপ্লববাবু বলেন, ত্রিপুরায় যে বাঁশের বোতল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে তা দুবাইতে রফতানি হবে। এই উদ্যোগ নিয়েছে ত্রিপুরার বিজেপি সরকার। পাশে আছে নরেন্দ্রভাই মোদীজির সরকার। রাজ্য উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
সূত্রের খবর, ত্রিপুরা বিজেপির অভ্যন্তরে ব্যাপক রদবদল হবে। এর জন্য দিল্লি ও অসম থেকে বিজেপি শীর্ষ নেতারা আসছেন আগামী সপ্তাহে।
এনডিএ উত্তর পূর্ব ভারতের শাখা নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের আহ্বায়ক তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আসতে পারেন আগরতলায়।
গত বিধানসভা ভোটের আগে তৎকালীন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আগরতলায় সাংবিধানিক সম্মেলনে বলেছিলেন, বিজেপি যদি নির্বাচনী প্রতিশ্রুতি মাফিক ঘরে ঘরে চাকরি দিতে না পারে তাহলে যেন ত্রিপুরাবাসী ক্ষমা না করেন।