পুলিশের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে পাঁচ নেতা মন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের ত্রিপুরায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের পাঁচ নেতা মন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ত্রিপুরার খোয়াই থানার পুলিশ। বুধবার একথা জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার রাতে।

এ খবর প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা করেছে তৃণমূল। এর মোকাবিলা আইনি পথে করা হবে। পাশাপাশি রাজনৈতিক ভাবে বিজেপিকে জবাব দেওয়া হবে এমনটাই জানিয়েছেন তৃণমূল মুখোপত্র কুনাল ঘোষ।

এফআইআর-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া নাম রয়েছে এ রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ দোলা সেন, দলের মুখপাত্র কুনাল ঘোষ, ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিকের। পুলিশের কাজে বাধা দেওয়া, অভব্য আচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

অভিযোগ পত্রে লেখা, ধৃত তৃণমূল কর্মীদের ছেড়ে দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহ তৃণমূলের পাঁচ নেতা মন্ত্রী খোয়াই থানায় পৌঁছে ধৃতদের বিষয়ে কথা বলেন। তারা পুলিশের কাছে ধৃতদের ছেড়ে দেওয়ার দাবি জানান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহ বাকিরা এমনকি সুদীপ-জয়া- দেবাংশু সহ বাকিদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তা পরিবর্তনের দাবি জানান তারা।

পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় এ দাবি মানা সম্ভব নয়। এরপর এই তৃণমূলের নেতা মন্ত্রীরা অতিরিক্ত পুলিশ সুপার এবং এসডিপিও সঙ্গে অভদ্র আচরণ করে বলে অভিযোগ।

IED বিস্ফোরণে কেঁপে উঠল শিলং, জখম ২

অভিযোগপত্রে আরও লেখা হয়েছে, তৃণমূলের এই পাঁচ নেতা মন্ত্রী খোয়াই থানার ওসির ঘরে ঢুকেও চিৎকার করেন। পুলিশের তরফে তাদের চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলেও তারা শোনেননি। তৃণমূল কর্মীদের আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

পুলিশ বাহিনীর মহিলা পুলিশ থাকা সত্ত্বেও অপ্রীতিকর ঘটনা এড়াতে বল প্রয়োগ করা হয়নি বলে দাবি করেছে পুলিশ।  প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে এই ঘটনা চলে। যার ফলে সেই মুহূর্তে ধৃতদের আদালতে পেশ করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ। পরে তৃণমূল নেতারা তাদের অবস্থান থেকে সরলে ধৃতদের আদালতে পেশ করা হয়।

৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিন দেয় আদালত। এর পরেই ওই পাঁচ নেতা মন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে খোয়াই থানার পুলিশ।

সম্পর্কিত পোস্ট