বিরোধীদের হই-হট্টগোলে বিরক্ত, আজই ইতি বাদল অধিবেশনে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিরোধীদের বিক্ষোভে দফায় দফায় মুলতবি হচ্ছিল অধিবেশন। পেগাসাস থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, কৃষি আইন বাতিল সহ একাধিক বিষয়ে নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। প্রতিদিন লোকসভা এবং রাজ্যসভার কার্যপ্রক্রিয়ায় বাধা দিচ্ছে তারা।
সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লা সতর্ক করেছিলেন বিরোধী দলনেতাদের। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে ফোন করে সুষ্ঠভাবে অধিবেশন পরিচালনার কাজে সহায়তার অনুরোধ করেছিলেন। তবে তাতে সাড়া মেলেনি। নিজেদের দাবিতে অনড় ছিলেন বিরোধীরা।
সম্প্রতি সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিও। এসব কিছুকে সামনে রেখেই আজই অধিবেশন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন অধ্যক্ষ ওম বিড়লা। চলতি সপ্তাহে শুক্রবার পর্যন্ত চলার কথা ছিল।
অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছেন, পেগাসাস নিয়ে লাগাতার সরকার ও বিরোধীদের সংঘাতে মুলতবি হয়েছে লোকসভার অধিবেশন। দুপুর ১২ টায় সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি । সেখানেই লোকসভা স্থগিতের ঘোষণা করা হবে।
অন্যদিকে রাজ্যসভায় ওবিসি বিল পাস হয়ে যাওয়ার পর অধিবেশন সম্পূর্ণরূপে স্থগিত করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
পুলিশের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে পাঁচ নেতা মন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের ত্রিপুরায়
আগামী ১৩ আগস্ট অব্দি অধিবেশন চলার কথা ছিল। একদিকে যেমন বিরোধীদের হই হট্টগোলে ১৯ দিন ধরে অধিবেশন ব্যাহত হয়েছে, তেমনই বিনা আলোচনায় ধ্বনি ভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিল পাস করিয়ে নিয়েছে সরকার।
লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পেগাসাস ইস্যুতে সরকার বিরোধীদের কোন উত্তর দিতে রাজি নয়। কাগজ ছেঁড়া থেকে শুরু করে সংসদের জানালার কাচ ভেঙে দেওয়া পর্যন্ত ঘটনার সাক্ষী থেকেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। শেষ পর্যন্ত পরিস্থিতির উন্নতি না হওয়ায় এমন সিদ্ধান্ত।