উন্নয়ন, শান্তি বজায় রাখার অবদানকে কুর্নিশ, বিশ্ব শান্তির বৈঠকে আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়
![](https://thequiry.com/wp-content/uploads/2020/12/120542883_3635717973162184_1562168485658383008_n-compressed-780x470.jpg)
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবার রোমে বিশ্ব শান্তি বৈঠকে আমন্ত্রিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের এই বৈঠক শুরু হবে ৬ অক্টোবর। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে আমন্ত্রণপত্র। স্বাভাবিকভাবেই খুশি তৃণমূল নেতা-কর্মী-সমর্থকেরা। চিঠিতে একুশের নির্বাচনে জয়ের জন্য মুখ্যমন্ত্রীকে সংগঠনের তরফ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
শান্তি বৈঠকরে আয়োজন করেছে রোমের কমিউনিটি অফ সান্ট’এগিডিও’র সভাপতি প্রফেসর মার্কো ইমপ্যাগলিয়াজো। সংগঠনের সভাপতি প্রফেসর মার্কো ইমপ্যাগলিয়াজো মুখ্যমন্ত্রীকে প্রস্তাবিত ওই শান্তি বৈঠকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
পত্রে উল্লেখ করেছেন সামাজিক ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানের কথা। মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে প্রফেসর লিখেছেন, গত দশ বছরে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নের আপনার অবদানের জন্য ধন্যবাদ।
সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহেই রাজ্যের সাত বিধানসভা আসনে ভোট
মাদার টেরেসারকে সন্ত ঘোষণার দিনে ভ্যাটিক্যান সিটিতে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার রাষ্ট্রসংঘের মঞ্চে পুরস্কৃত হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের কন্যাশ্রী প্রকল্পও। এবার ফের তাঁর উন্নয়ন, শান্তি বজায় রাখার অবদানকে কুর্নিশ জানাল আন্তর্জাতিক সংগঠন।
মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অক্টোবরের দু দিনের বিশ্ব শান্তি সম্মেলনে আমন্ত্রণ করা হয়েছে পোপ ফ্রান্সিস, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল, মিশরের ইমাম আহমেদ আল তায়িবকেও।