দারিদ্র ঢাকতে বস্তির সামনে দেওয়াল, উচ্ছেদের নোটিশ ৪৫ পরিবারকে
ট্রাম্প যে পথ দিয়ে যাবেন, সেই সড়কের পাশে থাকা বস্তি ঢাকার ব্যবস্থা করেছে আমেদাবাদ পুরসভা। বস্তি ঢাকতে দেওয়াল তুলে দেওয়া হচ্ছে।
দ্য কোয়ারি ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে আসছেন। অতিথি আপ্যায়ণে সাজো সাজো রব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটের আমেদাবাদে।
বিদেশী অতিথি। তাও আবার বিশ্বের প্রধান শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তাঁর সামনে কি দেশের দারিদ্র দেখানো যায়!
তাই ট্রাম্প যে পথ দিয়ে যাবেন, সেই সড়কের পাশে থাকা বস্তি ঢাকার ব্যবস্থা করেছে আমেদাবাদ পুরসভা। বস্তি ঢাকতে দেওয়াল তুলে দেওয়া হচ্ছে।
এনিয়ে নিন্দায় মুখর হয়েছেন নেটিজেনদের একাংশ। বিরোধীরাও সোচ্চার হয়েছে। যদিও তাতে আমেদাবাদ পুরসভার কর্তাব্যক্তিদের কিছু যায় আসে না।
যায় আসে না কেন্দ্রীয় সরকারেরও। ফলে জোরকদমে চলছে দেওয়াল তোলার কাজ। বস্তি ঢাকতেই হবে। দারিদ্র দেখানো যাবে না কিছুতেই।
অন্যদিকে, আমেদাবাদ শহরের মোতেরায় নবনির্মিত সর্দার প্যাটেল স্টেডিয়াম সংলগ্ন বস্তিবাসীদের এলাকা খালি করার নির্দেশ দিয়েছে আমেদাবাদ পুরসভা।
কারণ, ওই স্টেডিয়ামে আসবেন ট্রাম্প। হাউস্টনের ‘হাউডি মোদি’র মতো এই স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দেবেন এক লক্ষ মানুষ।
যুদ্ধকালীন পরিস্থিতিতে ঝাঁ চকচকে করে তোলা হচ্ছে রাস্তাঘাট, স্টেডিয়াম। ফলে বস্তি রাখলে দারিদ্রের ছবি ধরা পড়ে যাবে।
তাই বস্তি খালি করার নোটিশ দিয়েছে আমেদাবাদ পুরসভা। কিন্তু সাতদিনের মধ্যে ওই বস্তি খালি করার নির্দেশ পেয়ে সেখানকার বাসিন্দাদের মাথায় হাত পড়েছে।
ওই বস্তির ৪৫টি দরিদ্র পরিবার অসহায় পরিস্থিতির মুখে পড়েছেন। পরিবার নিয়ে তাঁরা কোথায় যাবেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না।
দীর্ঘ একদশকের বেশি সময় ধরে তাঁরা সেখানে বসবাস করছেন।এক বস্তিবাসী জানিয়েছেন, ১০ বছরের বেশি সময় ধরে তাঁরা ওখানে বসবাস করছেন।
আগে কখনও পুরসভা কিছু বলেনি। তাঁর প্রশ্ন, এখন কেন উচ্ছেদের নোটিশ দেওয়া হল? অপর এক বস্তিবাসী বলেন, আমরা বস্তি খালি করে দিতে রাজি আছি। কিন্তু বিকল্প বাসস্থান তো দরকার।সেটা না পেলে আমরা ফুটপাতে আশ্রয় নিতে বাধ্য হব। স্ত্রী,বাচ্চাকাচ্চা সহ পরিবার নিয়ে রয়েছি। সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের বসবাসের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করা হোক।
ট্রাম্প আসবেন, অভিযোগ তাই এই বস্তি উচ্ছেদ করা হচ্ছে।
যদিও আমেদাবাদ পুরসভার ডেপুটি এস্টেট অফিসার (ওয়েস্ট) চৈতন্য শাহ সংবাদমাধ্যমকে জানান, শহর পরিকল্পনা আইনে বস্তিবাসীদের উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে।
এর সঙ্গে ট্রাম্পের সফরের কোনও সম্পর্ক নেই।বস্তির ওই জায়গাটা আমেদাবাদ পুরসভার। ওরা দখল করে রয়েছে।
শাহ এই কথা বললেও মার্কিন প্রেসিডেন্টের সফরের আগে বস্তিবাসীদের উচ্ছেদ নোটিশ এবং শহরের অপর প্রান্তে বস্তি ঢাকতে দেওয়াল তোলা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছে আমেদাবাদ পুরসভা।