ত্রিপুরায় ‘খেলা শুরু’, হুড়মুড়িয়ে বিজেপি ছেড়ে ৫০০ জনের তৃণমূলে যোগ

জেলায় জেলায় বাম শিবিরেও যোগদানের হিড়িক

দ্য কোয়ারি ডেস্ক: একদিকে বিরোধী দল সিপিআইএম অন্যদিকে তৃণমূল কংগ্রেসে যোগদান শুরু হয়েছে হুড়মুড়িয়ে। বিজেপি সমর্থকদের মধ্যে নেমেছে ধস। আগরতলায় পাঁচ শতাধিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যোগদান সভায় উপস্থিত পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটক। তিনি কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

মলয় ঘটক জানান, আগামী কয়েকদিনে প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন।

ত্রিপুরায় বিজেপি দলীয় কার্যালয়ে তালা দেওয়ার লোক থাকবে না বলে হুঁশিয়ারি দেন মলয় ঘটক। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরায় টিএমসির সরকার হবে। যোগদান সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব সুবল ভৌমিক।

 

অন্যদিকে বিভিন্ন জেলায় সিপিআইএমে ফিরতে চলেছেন বহু বিজেপি সমর্থক। গত বিধানসভা ভোটের আগে বামেদের বড় অংশের ভোট চলে গিয়েছিল বিজেপিতে। সিপিআইএম নেতা ও প্রাক্তন সাংসদ জীতেন্দ্র চৌধুরী বিজেপি ত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। দুদিন আগে আগরতলা সহ রাজ্যের সর্বত্র বিরোধী দল সিপিআইএমের ডাকে ভারত বাঁচাও দিবস পালনে মিছিল রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে।

সম্পর্কিত পোস্ট