বিজেপি বিরোধী জোটে শান দিতে বিমান সাক্ষাতে রামনিবাস, বিধানসভার কার্যক্রমে রাজ্যপালের হস্তক্ষেপের তীব্র সমালোচনা
দ্য কোয়ারি ওয়েবেডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন দিল্লি বিধানসভার অধ্যক্ষ রামনিবাস গোয়েল। বুধবার দিল্লি বিধানসভার অধ্যক্ষ রামনিবাস গোয়েল কলকাতায় আসেন। এরপর তিনি রাজ্য বিধানসভায় যান।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরে অবিজেপি জোটকে শক্তিশালী করার বার্তা দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি বিধানসভার স্পিকার রামনিবাস গোয়েল এদিন এসে সেই জোট বার্তাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন।
জানা গিয়েছে এদিন দিল্লি বিধানসভার স্পিকার রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন। তাঁর বিশেষ কৌতুহল ছিল সাম্প্রতিক সময়ে চালু করা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়ে।
ত্রিপুরায় ‘খেলা শুরু’, হুড়মুড়িয়ে বিজেপি ছেড়ে ৫০০ জনের তৃণমূলে যোগ
বৈঠক শেষে দিল্লি বিধানসভার স্পিকার রামনিবাস গোয়েল জানান, বিধানসভার অভ্যন্তরীণ বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপের যে অভিযোগ লোকসভার স্পিকারের কাছে বিমান বন্দ্যোপাধ্যায় করেছেন, তাতে তাঁর পাশেই রয়েছেন তিনি।
একইসঙ্গে তিনি জানিয়েছেন, বিধানসভার কোনও পদাধিকারীকে রাজ্যপাল যখন খুশি ডেকে পাঠাতে পারেন না। এটা তাঁর এক্তিয়ার বহির্ভূত।
রাজনীতির কারবারিরা বলছেন, এই সাক্ষাত যথেষ্ঠ অর্থবহ। দিল্লির মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি এসেছিলেন এরাজ্যে তা স্পষ্ট। এতে আগামী দিনে অবিজেপি জোটের ভীত শক্ত হবে বলেই মনে করছেন অনেকে।