Escape from Taliban: ধরলেই মাথা কাটবে, বোরখার আড়ালে লুকিয়ে যুবতী সাংবাদিক
দ্য কোয়ারি ডেস্ক: তালিবানের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছেন এক আফগান যুবতী সাংবাদিক। ইংল্যান্ডেের সংবাদপত্র গার্ডিয়ানে নাম প্রকাশ না শর্তে ২২ বছর বয়সী ওই যুবতী সাংবাদিক জানান একথা।
যুবতী আফগান সাংবাদিক নিজেকে লুকিয়ে রাখতে বোরখার আড়ালে চলে গিয়েছেন। তিনি বলেছেন
গত সপ্তাহে তার বাড়িতে তালিবান জঙ্গিরা ধরতে গিয়েছিল। নিজের নাম প্রকাশ করেননি ওই সাংবাদিক।
ওই যুবতী সাংবাদিক জানান, আমার পালিয়ে যাওয়ার কোনও পরিকল্পনা ছিল না। কিন্তু আমাদের পুরো প্রদেশ তালিবান দখলে।শুধু বিমানবন্দরই সরকারি বাহিনির দখলে আছে। যেহেতু আমার বয়স ২২ বছর আর তালিবানরা জোর করে বিয়ে করছে। মাথা কেটে নিচ্ছে তাই আমি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।
ওই যুবতী সাংবাদিক বলেন, আমি ভীষণ আতঙ্কিত। জানি না আমার সামনে কী অপেক্ষা করছে। আমি কী আর বাড়ি ফিরতে পারব? আমি কী আমার বাবা-মাকে আবার দেখতে পারব? আমি কোথায় যাবো? কীভাবে বাঁচব?
কয়েকদিন আগেই আফগানিস্তানে বোরখা না পরায় এক তরুণীকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে তালিবানের বিরুদ্ধে। মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর এক বিজ্ঞপ্তিতে তালিবান জঙ্গিরা জানায়, বাড়ি থেকে পুরুষ অভিভাবক ছাড়া একা বের হতে পারবে না কোনও মহিলা।
এমন ঘটনা আফগানিস্তানে ৯০ দশকের তালিবান শাসন ব্যবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের শাসন ক্ষমতায় ছিল তালিবান জঙ্গিরা।