আফগান সেনাপ্রধান অপসারিত, তালিবান দখলে বিমানঘাঁটি

দ্য কোয়ারি ডেস্ক: নিশ্চিত পতনের দিকেই কি যাচ্ছে অাফগান সরকার? তালিবান হামলায় পলাতক সেনাবাহিনির মনোবল দেখে সেরকমই ইঙ্গিত আসছে। মার্কিন প্রতিরোধ বিশেষজ্ঞদের ধারণা, পরিস্থিতি যেরকম তাতে রাজধানী কাবুল দখল করবেই তালিবান।

আফগান সংবাদ মাধ্যমে পলাতক সেনাদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ তুলে ধরা হচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ হলো, অপসারিত হলেন সেনাপ্রধান ওয়ালি মহম্মদ আহমাদজাই। তাঁর ভূমিকা নিয়ে চলছে প্রবল সমালোচনা।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি নতুন সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করেছেন জেনারেল হেবাতুল্লাহ আলীজাইকে। তিনি এতদিন আফগান বিশেষ বাহিনির সর্বাধিনায়ক ছিলেন।

এদিকে পলাতক আফগান সেনার সারিবদ্ধভাবে আত্মসমর্পণের ছবি প্রকাশ করেছে তালিবান। এটি কুন্দুজের ঘটনা। তালিবান দখলে চলে গিয়েছে কুন্দুজ বিমান ঘাঁটি।

সাম্প্রতিক তালিবান হামলায় এই প্রথমবার আফগানিস্তানের কোনও বিমান ঘাঁটি চলে গেল তালিবান দখলে।

একের পর এক প্রদেশ সরকারের হাতছাড়া। সেখানে তালিবানি আইন জারি হয়েছে। কড়া ধর্মীয় আইনে মাথা কেটে নেওয়ার মতো শাস্তি চলছে। সেইসঙ্গে গণধর্ষণ ও গণহত্যা চালাচ্ছে তালিবান।

মার্কিন যুক্তরাষ্ট্র অনড় তাদের অবস্থানে। প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আগামী ১১ সেপ্টেম্বর সর্বশেষ মার্কিন সেনা আফগানিস্তান ত্যাগ করবে। আশঙ্কা, এর পরেই আরও তীব্র হবে তালিবান হামলা।

সম্পর্কিত পোস্ট