বিরোধী জোটে শান দিতে ভার্চুয়াল বৈঠক ডাকলেন সোনিয়া, আমন্ত্রিত মমতাও

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২০২৪ এর লোকসভা নির্বাচনকে টার্গেট করেই অবিজেপি জোটে শান দেওয়া শুরু করে দিয়েছে সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরের পর এই কাজ আরো দ্রুততার সঙ্গে শুরু করেছে। এবার বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করতে বৈঠক ডাকলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

২০ আগস্ট সোনিয়া গান্ধীর বাসভবনে বৈঠকের আয়োজন করা হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে। জানা গিয়েছে উপস্থিত থাকতে পারেন শরদ পাওয়ারও।

বুধবারই নির্ধারিত সময়ের আগেই শেষ করে দেওয়া হয় চলতি বছরের বাদল অধিবেশন। সংসদের অন্দরেই পেগাসাস থেকে কৃষি বিল ও পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির সহ একাধিক ইস্যুতে মোদি সরকারকে নিশানা করে বিরোধীরা। বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি হয়ে যায় সভা।

সভা পরিচালনা করার জন্য বিরোধীদের অনুরোধ করলেও কর্ণপাত করেননি তারা। অধিবেশনের শেষ দিন বিরোধীদের আচরণে ব্যথিত হয়ে কেঁদে ফেলেন রাজ্যসভার স্পিকার বেঙ্কাইয়া নাইডু।

Kinnaur landslide: ফের ধস কিন্নরে, উদ্ধার ১৩ জনের দেহ

এবারের অধিবেশনের প্রথম থেকেই বিরোধীরা এককাট্টা হয়ে সুর তুলেছিলেন সরকারের বিরোধিতায়। বৃহস্পতিবারও সেই ছবি চোখে পড়েছে। একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করে ১৫ টি বিজেপি বিরোধী দল মিছিলে শামিল হয়েছে। কংগ্রেস নেতাদের কথায় বিরোধী জোট এগিয়ে নিয়ে যাওয়া এখন মূল লক্ষ্য।

উল্লেখ্য বিরোধী নেতারা কংগ্রেসের শীর্ষ নেতা কপিল সিব্বলের বাসভবনে বৈঠক করেছিলেন। শরদ পাওয়ার, অখিলেশ যাদব, সঞ্জয় রাউত, ডেরেক ও’ব্রায়েন, ওমর আব্দুল্লাহ সহ অকালি দল এবং নবীন পট্টনায়কের বিজু জনতা দলকেও ডেকেছিলেন তারা। তবে সে বার বৈঠকে সপুত্র সোনিয়া গান্ধী উপস্থিত না থাকায় জল্পনা তৈরী হয়।

আপাতত রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে ২০  তারিখের বৈঠকের দিকে। জানা যাচ্ছে এই দিনের বৈঠকের পর কার্যত বিরোধী জোটের জল মাপা সম্ভব হবে। তারপরে হয়তো বিরোধীদের নিয়ে নৈশভোজের আয়োজন করতে পারেন সোনিয়া গান্ধী।

সম্পর্কিত পোস্ট