Covid আবহে উপনির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলির পরামর্শ চাইল কমিশন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোভিড অতিমারির আবহে কিভাবে সুরক্ষিত নির্বাচন ও উপনির্বাচন আয়োজন করা সম্ভব সে ব্যাপারে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের মতামত জানতে চেয়েছে। নির্বাচন কমিশনের তরফে সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের নেতৃত্ব কে চিঠি পাঠিয়ে এ ব্যাপারে মতামত জানতে চাওয়া হয়েছে।
রাজ্যে সাত বিধানসভা আসনে আসন্ন নির্বাচন ও উপনির্বাচন পর্বের প্রেক্ষিতে কমিশনের এই চিঠি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।কমিশনের লেখা চিঠিতে বলা হয়েছে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন এবং একাধিক আসনে উপনির্বাচন বাকি রয়েছে।
করোনা আবহে প্রচার নিরাপদে ভোট আয়োজনের ব্যাপারে ইতিমধ্যে কমিশন বিভিন্ন বিধি নিষেধ ও নির্দেশিকা জারি করেছে। এই ব্যাপারে রাজনৈতিক দলগুলির আরও মতামত এবং পরামর্শ চাওয়া হয়েছে।
৩০ আগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলোকে তাদের মতামত এবং পরামর্শ কমিশনের কাছে জমা দিতে হবে। তার ভিত্তিতেই কমিশন বিধানসভা নির্বাচন এবং উপ নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে বলে চিঠিতে জানানো হয়েছে।
বিরোধী জোটে শান দিতে ভার্চুয়াল বৈঠক ডাকলেন সোনিয়া, আমন্ত্রিত মমতাও
রাজ্যে সাত বিধানসভা আসনে ভোট আসন্ন। ওই আসনগুলোতে দ্রুত ভোট পাব মিটিয়ে ফেলার জন্য বহুদিন ধরে দাবি জানাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
সম্প্রতি নির্বাচন কমিশনের তরফেও রাজ্যে উপনির্বাচন নিয়ে সক্রিয়তার ইঙ্গিত মিলেছে। এবার নির্বাচন কমিশনের এই মতামত চেয়ে চিঠি ও সক্রিয়তার অঙ্গ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহেই রাজ্যে বকেয়া বিধানসভা উপ নির্বাচন পর্ব মিটিয়ে ফেলা হবে বলে সম্প্রতি কমিশনের তরফ ইঙ্গিত দেওয়া হয়েছে।সব ঠিক থাকলে বিশ্বকর্মা পুজোর পরেই ভোটের আয়োজন করা হতে পরে বলে জানা গেছে কমিশন সুত্রে।