বন্ধই থাকছে লোকাল, Covid রুখতে বিধিনিষেধ বাড়ল ৩০ আগস্ট পর্যন্ত

দ্য কোয়ারি ওযেবডেস্কঃ করোনা সংক্রমণ রুখতে রাজ্যে জারি থাকা কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হলো। আগামী ৩০ আগস্ট পর্যন্ত ওই বিধি-নিষেধ বলবৎ থাকবে বলে আজ নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে জানান মমতা। এই দফাতেও বন্ধ লোকাল ট্রেন।

নবান্নের  সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, গ্রামাঞ্চলে ৫০শতাংশ টিকাকরণ শেষ হলে তবেই লোকাল ট্রেন চালু করা হবে। আপাতত স্টাফ স্পেশালেই যাতায়াত করতে হবে সাধারণ যাত্রীদের।  তাঁর বক্তব্য, মানুষের প্রাণ বাঁচাতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার।

রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইটকার্ফু থাকবে রাজ্যে।  সাধারণ মানুষের জীবিকার কথা ভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে  বলে জানান মুখ্যমন্ত্রী। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

তবে বাজার, দোকান, সরকারি বেসরকারি অফিস ইত্যাদি খোলার নিয়ম অপরিবর্তিত থাকছে। এছাড়াও পূর্ববর্তী নিয়ম জারি থাকছে। নৈশকালীন বিধি-নিষেধ কঠোরভাবে পালন করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট