দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনে ধস , সংখ্যা বাড়লেও ধীর গতিতে চলছে মেট্রো
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনে ধস । প্রায় ২০০ মিটার জায়গা জুড়ে ধস থাকায় ধীর গতিতে চলাচল করছে মেট্রো।
ক্ষতিগ্রস্থ অংশ ত্রিপল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ক্ষতি হয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সিসিআর ব্রিজের পিলারও। বোল্ডার নিয়ে চলছে ধস মেরামতির কাজ।
কিছুদিন আগেই উদ্বোধন হয়েছিল দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর। এই এলাকারই লাইন থেকে কয়েক মিটার দূরে ধস নামে। ইতিমধ্যেই সারাইয়ের কাজে লেগে পড়েছেন শতাধিক শ্রমিক।
দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনে ধস থেকে বড়সড় বিপদ এড়াতে দ্রুত মেরামতির কাজ শুরু করা হয়েছে।
শুক্রবার থেকে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ থেকে আরও ৮টি ট্রেন বেশি চালানো হবে। পাশাপাশি সকালে ও বিকেলে অফিস টাইমে দুটি ট্রেনের মধ্যে ব্যবধান সাত মিনিট থেকে কমিয়ে পাঁচ মিনিট করা হয়েছে।
অনন্ত মহারাজ ও সৌমেন্দু অধিকারীকে নিরাপত্তা কেন্দ্রের, নেপথ্যে কোন রাজনৈতিক সমীকরণ?
মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে শুক্রবার ২২০টির পরিবর্তে ২২৮টি ট্রেন চালানো হবে। এরফলে আপ ও ডাউন লাইনে এবার থেকে ১১৪টি করে ট্রেন চলবে।
যেভাবে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ট্রেন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা থেকেই স্পষ্ট ক্রমেই স্বাভাবিক ছন্দে ফিরছে কলকাতা মেট্রো।
সোম থেকে শুক্র সকাল সাড়ে ৭টায় মেট্রো পরিষেবা চালু হবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়।
তবে শনিবার সময় সূচির কোনও পরিবর্তন হচ্ছে না। সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা ও দুপুর সাড়ে তিনটে থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিট পর্যন্ত মেট্রো চলবে।
শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাই শনিবার মেট্রোয় চড়তে পারবেন। একইসঙ্গে এখনই টোকেন ব্যবস্থা চালু করা হচ্ছে না। কার্ডের মাধ্যমেই যাত্রীরা যাতায়াত করতে পারবেন।