উচ্চমাধ্যমিকের শিক্ষা সংসদ থেকে অপসারিত মহুয়া দাস

দ্য কোয়ারি ওয়েবডেস্ক : উচ্চমাধ্যমিকের শিক্ষা সংসদ থেকে অপসারিত মহুয়া দাস। উচ্চমাধ্যমিকের ফল ঘোষণায় ধর্মের উল্লেখ। বিতর্কের জেরেই অপসারণ? জল্পনা তুঙ্গে। সংসদের নতুন সভাপতি হচ্ছেন চিরঞ্জিব ভট্টাচার্য্য।

উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে ছাত্র বিক্ষোভ অব্যাহত ছিল। বিভিন্ন সময়ে দেখা গেছে স্কুল ভাঙচুরের ঘটনা। কোথাও কোথাও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক বা শিক্ষিকা কে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবক থেকে শুরু করে পড়ুয়ারা। আঙ্গুল উঠেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসের দিকে।

একাধিকবার অভিযোগ করা হয়েছে ফলাফল প্রকাশের ক্ষেত্রে গলদ ছিল। তাই ছাত্র-ছাত্রীদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় এইরকম একটি ফলাফল প্রকাশ করা হয়েছে।

এছাড়াও উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের দিন মুর্শিদাবাদের ছাত্রীর ধর্মের উল্লেখ করে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন মহুয়া দাস। তার এই মন্তব্যের জন্য শোকজ করা হয় তাকে।

এরপর সাফাই দিয়ে তিনি জানান, বেগম রোকেয়ার সঙ্গে তুলনা করে মেয়েটির ধর্মের উল্লেখ করেছেন তিনি। যদিও তাতে বিতর্ক থামেনি। চাপা গুঞ্জন চলছিল। হয়তো পদ থেকে অপসারণ করা হতে পারে তাকে। শেষ পর্যন্ত জল্পনাই সত্যি হলো।

সম্পর্কিত পোস্ট