৩০০ ছাড়িয়ে বাড়ছে মৃতের সংখ্যা, মৃত্যুপুরী হাইতি

২০১০ সালে এই দেশে ২ লক্ষ মানুষের মৃত্যু হয় ভূমিকম্পে

দ্য কোয়ারি ডেস্ক: ভূমিকম্পের পর মৃত্যু মিছিল। ক্যারিবিয়ান সাগরের দ্বীপ দেশ হাইতি এখন মৃত্যুপুরী।দেশটিতে ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত দু হাজারের বেশি। মানুষ। বিবিসি জানিয়েছে আরও মৃত্যুর আশঙ্কা করছে হাইতি সরকার।

বহু ভবন, গির্জা হোটেল ও দোকানপাট ধসে গেছে।প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি জানিয়েছেন, ভূমিকম্পে হাইতির একাংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই অবস্থায় আগামী একমাস হাইতিতে জরুরি অবস্থা জারি করেছে সরকার।

শনিবার হাইতি কেঁপে ওঠে ৭.২ মাত্রার কম্পনে। বেশ কয়েকবার ভয়াবহ কম্পন ও দুর্যোগের কবলে পড়েছে হাইতি।

হাইতির প্রতিবেশি ক্যারিবিয়ান অঞ্চলের অন্য দেশগুলোতেও এই কম্পন অনুভূত হয়। এর আগে ২০১০ সালে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ২ লাখের বেশি মানুষ প্রাণ হারান এই দ্বীপ দেশে।

ধ্বংস্তূপে চাপা পড়ে থাকাদের উদ্ধারে জরুরি বিভাগের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান হাইতির প্রধানমন্ত্রী। অতি মাত্রায় ক্ষয়ক্ষতির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। সবার আগে শিশুদের রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

সম্পর্কিত পোস্ট