Welcome To Afghanistan ! মাথা কেটে নেওয়া তালিবান সরকারের প্রথম দিন
|| প্রসেনজিৎ চৌধুরী ||
দ্বিতীয়বার জঙ্গি শাসনে আফগানিস্তান। আজ সোমবার। নতুন তালিবান সরকারের প্রথম দিন। রবিবার দুপুরের পর থেকে আফগান ইতিহাস বাঁক বদল করেছে ফের। কুড়ি বছর আগে ২০০১ সালে প্রথম তালিবান সরকার তাড়িয়ে যে মার্কিন সেনা আফগানিস্তানের কব্জা নিয়েছিল তারা এখন নেই।
আক্ষরিক অর্থে মার্কিন সেনার ক্ষীণ অবস্থান খাতায় কলমে ৯/১১ পর্যন্ত। সামনের মাসের ৯ তারিখ তারা পাকাপাকিভাবে আফগানিস্তান ছাড়বে। তার আগেই দেশটি চলে গেছে তালিবান সরকারের হাতে। পরাজিত হয়ে দেশত্যাগ করেছেন অপসারিত প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি এখন তাজিকিস্তান সরকারের রাজনৈতিক আশ্রয়ে।Kabul
তালিবানি সরকারের অপর নাম মাথা কাটার সরকার। সেই সরকারের প্রথম দিন কেমন শুরু হয়েছে?
বিবিসি জানাচ্ছে, আফগানিস্তানে নতুন সকালের সঙ্গে সঙ্গে আফগান নাগরিকরা নতুন এক বাস্তবতার মুখোমুখি হয়েছেন। পুরো রাতটি ছিল গভীর উদ্বেগ আর ভয়ের একটি রাত। হাজার হাজার আফগান বাসিন্দা আর বিদেশি নাগরিক কাবুল থেকে চলে যাওয়ার চেষ্টা করছেন। বিমানবন্দরে বিশৃঙ্খলা আর ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। যাদের সেইসব সুযোগ নেই, তারা তালিবানের শাসনেই নিজেদের খাপ খাইয়ে নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
বিবিসি আরও জানাচ্ছে, আফগান গণতান্ত্রিক সরকারের দ্রুত পতনে অনেকেই তাদের বেদনার কথা প্রকাশ করেছেন। বিবিসির সংবাদদাতারা বলছেন, ভয়ের সবমুখ, পথে ভয়াবহ জ্যামে আটকে থাকা বেপরোয়া তরুণ আর পরিবারগুলো। বিশেষ করে অনেক নারী তাদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।
আফগানিস্তান থেকে কেন সরল আমেরিকা? বিশ্ব জুড়ে প্রশ্ন। কেন তালিবান হাতে আফগানিদের ছেড়ে দিল জো বাইডেনের সরকার। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার আফগান নীতির কড়া সমালোচনা করেছেন।
সূত্রের খবর, রাশিয়া সরকার আফগানিস্তানের বিষয়ে হস্তক্ষেপ করবে। রুশ সেনার মহড়ার চলছে আফগান সীমান্তের দুই দেশ তাজিকিস্তান ও উজবেকিস্তানে।ক্রেমলিনের অদ্ভুত নীরবতা নিয়ে বিশ্বে আরও প্রশ্ন। এবার কি ফের সাবেক সোভিয়েত পদ্ধতিতে রুশ প্রেসিডেন্ট পুতিন ব্যবস্থা নেবেন?
ভয় মেশানো সকাল শুরু হল আফগানিস্তানের রাজধানী কাবুলে। তালিবানি ফতোয়ায় যখন তখন যার তার মাথা কাটা যাবে।