আকাশসীমা বন্ধের ফতোয়া তালিবানের, চরম বিপদে ভিন দেশের নাগরিকরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আফগানিস্তানের রাজধানীর দখল নিয়েই আকাশসীমা বন্ধ করে দিল তালিবান৷ বিনা অনুমতিতে কেউ যাতে দেশ ছাড়তে না পারে সেই জন্য আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত৷ এতে চরম বিপদে পড়েছেন ভারতীয়-সহ ভিন দেশের নাগরিকরা৷
আকাশসীমা বন্ধ থাকায় অন্য দেশের বিমানও আর কাবুল বিমানবন্দরে ওঠা-নামা করতে পারবে না৷ এর জেরে একাধিক দেশ বিমান পাঠানো বন্ধ রাখতে বাধ্য হচ্ছে৷ সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমান কাবুলের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল৷ কিন্তু তালিবানের নতুন ফতোয়ার পর আপাতত ভারত থেকে কোনও বিমান যাচ্ছে না৷
আফগানিস্তানের তালিবান রাজ । দেশজুড়ে আতঙ্কের পরিবেশ প্রাণে বাঁচতে দেশ ছাড়ার হিড়িক আফগানদের মধ্যে। কাবুল বিমানবন্দরে মানুষের ভিড় একে অপরকে ঠেলে বিমানে ওঠার আপ্রাণ চেষ্টা।
কাবুল বিমানবন্দরে জনসমুদ্রের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রথম দিন থেকেই রাজধানী কাবুলের পরিস্থিতি টুইট করে জানাচ্ছেন আফগান সাংবাদিক জাওয়াদ সুখানওয়ার।
জাতির উদ্দেশ্যে তালিবান সরকার প্রধানের ভাষণে শান্তির প্রতিশ্রুতি! উন্নয়নের আশ্বাস
যে ভিডিও সামনে এসেছে তা দেখে আঁতকে ওঠার পরিস্থিতি। দাঁড়িয়ে থাকা বিমান ঘিরে রয়েছে হাজার হাজার আফগানি। বিমানে জায়গা পেতে প্রাণপণে ছুটছেন একাংশ। জনসমুদ্র সরিয়ে বিমান কি করে উড়বে তা নিয়ে রয়েছে সংশয়।
রবিবার দক্ষিণের জালালাবাদ দখল নেওয়ার পর দুপুরের মধ্যেই বিনাযুদ্ধে কাবুল দখল করেছে তালিবান । শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে তালিবান প্রধান মোল্লা আব্দুল গনি বরাদরের সঙ্গে ৪৫ মিনিটের বৈঠক করেন প্রেসিডেন্ট গনি। তারপর দেশ ছাড়েন তিনি।
আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা জার্মানি ফ্রান্স ইতালি জাপান কোরিয়া কাতার ব্রিটেনসহ বিশ্বের মোট ৬০ টি দেশ আফগানদের প্রতি তালিবানদের সহনশীল হওয়ার বার্তা দিয়েছেন