কলকাতা ও হাওড়ার ধাঁচে সব পুরসভা ও পুরনিগম এলাকায় অনলাইনে মিউটেশন প্রক্রিয়া
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতা ও হাওড়া পুরসভার ধাঁচে এবার থেকে রাজ্যের সব পুরসভা ও পুরনিগম এলাকাতেই বিল্ডিং প্ল্যান, ট্রেড লাইসেন্স এবং জমি ফ্লাটের মিউটেশনের প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে।
নবান্নে আজ রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
অর্থমন্ত্রী বলেন রাজ্যের সমস্ত শহরাঞ্চলে বাড়ি জমির অনলাইন নিউটেশন, বিল্ডিং প্ল্যান অনুমোদন বা ট্রেড লাইসেন্স পাওয়ার মতো প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করার নজির দেশের অন্য কোথাও নেই। এই সমস্ত পরিষেবার জন্য আর কোন মানুষকে বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করতে হবে না। বাড়িতে বসে অনলাইনে আবেদনের মাধ্যমে তিনি যাবতীয় ছাড়পত্র পাবেন।
শিল্পায়নে গতি আনতে গঠন ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড, শীর্ষে মমতা
অর্থমন্ত্রী জানান ,আবেদন জানানোর মাত্র ১৫ দিনের মধ্যেই ট্রেড লাইসেন্স মিলবে। জমি,বাড়ি ও ফ্ল্যাটের মিউটেশন হয়ে যাবে। বিল্ডিং প্ল্যান এর নকশাতেও পুরো কর্তৃপক্ষের ছাড় মিলবে। তা না করা হলে জন পরিষেবা আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট পুর আধিকারিক এর বিরুদ্ধে। এর ফলে রাজ্যের ১২৩ টি পুরএলাকার প্রায় দু কোটি মানুষ উপকৃত হবেন বলে তিনি জানিয়েছেন।
চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এই প্রকল্পকে সফল করতে জেলায় জেলায় পুরসভার কর্মী ও আধিকারিকদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে। এ সম্পর্কে সাধারণ মানুষের যাবতীয় প্রশ্নের জবাব দিতে নগরোন্নয়ন দপ্তর একটি নি:শুল্ক হেল্প লাইন চালু করেছে। ওই হেল্পলাইনে নম্বর হলো ১৮০০৩৪৫৮২৪। এছাড়া ইমেইল মারফত ও অভিযোগ জানানো যাবে।