দেওয়ালে মাথা ঠুকে বাচার চেষ্টা নির্ভয়াকান্ডে অভিযুক্ত বিনয়ের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সাত বছর ধরে চলা মামলার রায় অনুযায়ী ২২ তারিখ নির্ভয়াকান্ডে অভিযুক্ত দোষীদের ফাঁসির সাজা ঘোষণা করে আদালত। প্রাণভিক্ষার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিনয় কুমার। কিন্তু দোষীর আর্জি খারিজ করে দেয় আদালত। ফলে সমস্ত দরজা বন্ধ হয়ে যায় বিনয়ের। জেলের মধ্যেই আমরণ অনশনে বসে বিনয় শর্মা। এবার সংশোধনাগারের দেওয়ালে মাথা ঠুকে নিজেকে জখম করার চেষ্টা করল নির্ভয়া কান্ডে অভিযুক্ত আসামী।
সূত্রের খবর, রবিবার জেলের মধ্যেই মাথা ঠুকতে শুরু করে বিনয়। কিন্তু জেলের এক কর্মী দেখে ফেলায় তৎক্ষণাৎ বিনয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের তরফে জানানো হয় মাথায় সামান্য চোট পেয়েছে বিনয়।
আরও পড়ুনঃ আলোচনার মাধ্যমে সমাধান সুত্র বের হোক, শাহিনবাগে মঞ্চ থেকে জানালেন মধ্যস্থতাকারীরা
প্রায় সাত বছর ধরে চলা নিরভয়াকান্ডের রায় ঘোষণা করে আদালত। ২২ জানুয়ারি দোষীদের ফাঁসির কথা ঘোষণা করে আদালত। কিন্তু ঘটনায় অভিযুক্ত মুকেশের প্রাণভিক্ষার কারণে পিছিয়ে যায় ফাঁসির দিন। ১ ফেব্রুয়ারি ফাঁসির দিন ঘোষণা করে আদালত। কিন্তু পরে তা পিছিয়ে যায়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রাণভিক্ষার আর্জি জানায় বিনয়। কিন্তু বিনয়ের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে আদালত।
১৭ ফেব্রুয়ারি দোষীদের নতুন করে মৃত্যুর পরোয়ানা জারি করে দিল্লি পাটিয়ালা হাউস কোর্ট। আগামী ৩ তারিখ দোষীদের ফাঁসি সাজা দেয় বিশেষ আদালত। এরপরেই বিনয়ের আইনজীবী অভিযোগ করেন, জেলের মধ্যে অশালীন আচরণ করা হচ্ছে বিনয়ের সঙ্গে। এমনকি মারধর করা হয়েছে বিনয়কে। মানসিকভাবে বিনয় সুস্থ না থাকার কারণে তাঁর ফাঁসির তারিখ পিছিয়ে দেওয়ার জন্য আর্জি জানান তিনি। যদিও সেবিষয়ে গুরুত্ব দেয়নি আদালত। আগামী ৩ মার্চ নির্ভয়াকান্ডে চার দোষী বিনয় শর্মা, পবন গুপ্ত, অক্ষয় ঠাকুর এবং মুকেশ সিংকে ফাঁসির সাজা দেয় আদালত।
আরও পড়ুনঃ লোকসভা নির্বাচনের তালিকা নয়, নতুন ভোটার তালিকায় হবে পুরসভা নির্বাচন
তবে কি ফাঁসির তারিখ ফের পিছোতে নতুন কোনও ছক কষছে বিনয়? প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। যদিও এর আগেও ফাঁসির দিন ঘোষণার পর আসামীদের মধ্যে একাধিক অস্বাভাবিক প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। তিহাড় জেলের তরফে জানানো হয়েছে, শুরু থেকেই একাধিক চেষ্টার মাধ্যমে ফাঁসির দিন পিছানোর চেষ্টা করছে অভিযুক্তরা। যদিও জেলের এক আধিকারিক জানিয়েছেন সুস্থ রয়েছে বিনয়।