মঙ্গলবার থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ শুরু করেছে রাজ্য

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ছাত্র-ছাত্রীদের পড়াশুনার জন্য ঋণ পেতে রাজ্য সরকার মঙ্গলবার থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ শুরু করেছে। প্রথম পর্যায়ে রাজ্যের বিভিন্ন জেলার ১৭৩ জন পড়ুয়ার হাতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তরফে এই কার্ড তুলে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

এরমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ৩৬ জন এবং দক্ষিণবঙ্গে ১৩৭ জন ছাত্র ছাত্রী রয়েছেন। উত্তরবঙ্গের মালদায় সবচেয়ে বেশি এগারো জন এবং দক্ষিণবঙ্গের হুগলি জেলায় ৩৮ জন ছাত্র-ছাত্রীর হাতে কার্ড তুলে দেওয়া হয়।

উল্লেখ্য এই কার্ড দিয়ে পড়াশোনার জন্য বছরে চার শতাংশ সুদে সমবায় ব্যাংকের মাধ্যমে তারা দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। সেইজন্যে রাজ্য সরকার গ্যারান্টার থাকবে। পনেরো বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে।

অসম-মিজো সীমানায় ফের গুলি চলল, ‘তিন’ জন জখম

সহজ শর্তে ঋণের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে রাজ্য সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প শুরু করেছে। সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষার জন্য এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের সুবিধা পাবেন।

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে কি ধরনের সুবিধা ও কোন শর্তে ঋণ পাওয়া যাবে মুখ্যমন্ত্রী তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। , এই কার্ডের মাধ্যমে ছাত্রছাত্রীরা দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে৷ এর জন্য কোনও জামিন লাগবে না৷ রাজ্য সরকারই ঋণের জামিনদার থাকবে।

দশম শ্রেণির বোর্ড পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরই এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবে৷ এরপর স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা, গবেষণার জন্য এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পাওয়া যাবে৷

এমন কি, বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস -এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁরাও এই ঋণ নিতে পারবেন৷

রাজ্যে বসবাসকারী যে কোনও ভারতীয় ছাত্রছাত্রী এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন৷ রাজ্য, রাজ্যের বাইরে এমন কি বিদেশে উচ্চশিক্ষার জন্যও এই ঋণ কাজে লাগানো যাবে৷

সংশ্লিষ্ট উচ্চশিক্ষার কোর্স ফি, টিউশন ফি, হোস্টেল ফি ইত্যাদি ছাড়াও কম্পিউটার- ল্যাপটপের মত শিক্ষা সরঞ্জাম কেনার জন্য এই প্রকল্পের আওতায় ঋণ পাওয়া যাবে ।

সম্পর্কিত পোস্ট