যাদবপুরে এগিয়ে বামেরা, হাড্ডাহাড্ডি লড়াইয়ে শামিল এবিভিপি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত তিন বছর পর ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন। প্রথমবার প্রার্থী দিয়েই নজর কাড়ল এবিভিপি। শুরুতেই ইঞ্জিয়রিং বিভাগে এসএফআইকে পিছনে ফেলে এগিয়ে গেল গেরুয়া ছাত্র সংগঠন।
ইঞ্জিনিয়রিং বিভাগে ভোট পড়েছিল ১৪০৫ টি । যার মধ্যে ডিএসএফ পেয়েছে ১১৬৭ টি ভোট। ১১৫ টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এবিভিপি। এই বিভাগে এসএফআই পেয়েছে ৭০ টি ভোট। যাদবপুরে ইউনিয়ন গড়তে চলেছে ডিএসএফ।
অন্যদিকে, ইঞ্জিনিয়রিং বিভাগে চতুর্থ স্থানে রয়েছে টিএমসিপি। মাত্র ২৯ টি ভোট গিয়েছে তাঁদের ঝুলিতে। এদিন গণনার শুরু থেকেই এসএফআইকে টক্কর দিচ্ছে এবিভিপি। শুরুতেই ৩৫০ ভোটে এগিয়ে যায় ডিএসএফ। ইঞ্জিনিয়ারিং বিভাগে শুরু থেকেই ভালো ফলের আশা করেছিল সংঘের ছাত্র সংগঠন। সেটাই এদিন মিলে গেল।
যদিও বিজ্ঞান বিভাগে কোনও প্রার্থী দেয়নি এবিভিপি। সেখানে ভোটে এগিয়ে ডব্লুটিআই। গতবারেও বিজ্ঞান বিভাগ ছিল তাঁদের দখলেই। যদিও বিজ্ঞান বিভাগে সেন্ট্রাল প্যানেলে জিততে না পারলেও গতবারের তুলনায় ৪ গুণ ভোটে এগিয়ে রয়েছে এসএফআই।
যদিও নজর রয়েছে কলা বিভাগের দিকেও। এই বিভাগেও প্রার্থী দিয়েছে এবিভিপি। যদিও এই বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই এসএফআই বনাম ডিএসএ। এই বিভাগে নজর কাড়তে পারেনি এবিভিপি।
তিন বছর পর বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন সম্পন্ন হয়। এদিন শান্তিপূর্ণভাবেই নির্বাচন হয়।