নির্বাচনের দিনক্ষণ পিছিয়ে নেওয়ার দাবীতে রাজ্য কমিশনের দ্বারস্থ বিজেপি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুরু থেকেই পুরসভা নির্বাচনের জন্য তৈরি বলে দাবি করে এসেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।এমনকি তালিকা প্রকাশ করা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে দাবি করেছিলেন অনেকেই। কিন্তু পুরসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশের সঙ্গে সঙ্গেই ভোল পালটে ফেললেন বিজেপি নেতারা। নির্বাচনের জন্য জন্য বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন একাধিক শীর্ষ নেতারা।
কলকাতা পুরসভাগুলিতে আগামী ১২ এপ্রিল ভোটের সম্ভাবনা। কিন্তু ওই সময় ভোট হলে প্রচারের জন্য সময় পাওয়া যাবে না। কারণ হাইকোর্টের নিয়ম মেনে প্রচারের কাজ শুরু কথা ৩০ মার্চ থেকে। তাই নির্বাচনী অস্ময় পিছিয়ে নেওয়ার দাবীতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার এবং শিশির বাজোরিয়া।
রাজ্য কমিশনের সঙ্গে বৈঠকে মুকুল রায় বলেন, ভোটের নির্ঘন্ট ঘোষণার পর তা পরিবর্তনের জন্য ২৪ ঘন্টা সময় থাকে। পাশপাশি কলকাতা হাইকোর্টের রায়ের প্রতিলিপি সামনে রেখে মুকুল রায় বলেন, ৩০ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে। তারপর ১২ তারিখ নির্বাচন হলে হাতে সময় থাকছে মাত্র ১০ দিন। কারণ নির্বাচনের ৪৮ ঘন্টা আগে প্রচার শেষ করতে হয়। এত কম দিনে প্রচার সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন তিনি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় বলেন, ৩০ মার্চ ভোটের দিন ঘোষণা হলে প্রচারের জন্য কমপক্ষে ২৪ দিন সময় দিতে হবে। পাশপাশি হাইকোর্টের নির্দেশ মাথায় রাখতে হবে। ২৪ এপ্রিলের আগে কোনভাবেই ভোট সম্ভব নয়।
উলেখ্য, এপিলের দ্বিতীয় সপ্তাহেই পুরসভা নির্বাচনের জন্য মরিয়া রাজ্য নির্বাচন কমিশন। বুধবার হাওড়া দুই ২৪ পরগণার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, ইভিএম নয়, ব্যালটেই হবে নির্বাচন। এদিন বৈঠকের পর মুকুল রায় বলেন, গোটা দেশ যখন এগোচ্ছে, তখন পশ্চিমবঙ্গ পিছোচ্ছে।