বিশ্ব মশা দিবস: করোনার সঙ্গেই ডেঙ্গু হামলার আশঙ্কা
কলকাতায় ম্যালেরিয়ার যুগান্তকারী গবেষণা করেছিলেন ড: রোনাল্ড রস
দ্য কোয়ারি ডেস্ক: বিশ্বে প্রায় ১০ লক্ষ মানুষ মশার কামড়ে প্রাণ হারায়। মশাবাহিত সাধারণ রোগগুলোর মধ্যে পড়ে ম্যালেরিয়া, ডেঙ্গু ,চিকুনগুনিয়া , জিকা ভাইরাস প্রভৃতি। ১৮৯৭ সালে ব্রিটিশ ডাক্তার স্যার রোনাল্ড রস এর যুগান্তকারী আবিষ্কারের স্মরণে প্রতি বছর ২০ আগস্ট বিশ্ব মশা দিবস পালিত হয়।
প্রতি বছর ৪৩৫,০০০ এরও বেশি মানুষ মারা যায়। ভারতের মতো গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলো এনোফিলিস এবং এডিস মশার প্রজনন এর অনুকূল স্থান।২০০০ সাল থেকে প্রায় ৭৬ লক্ষ মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে এবং ১,৫০০,০০০,০০০ সংখ্যক ম্যালেরিয়া সংক্রমণ প্রতিরোধ করা গেছে।
কী কী উপায়ে মশা সংক্রমণকে প্রতিরোধ করা যায়?
বেশি দিন জল জমতে দেওয়া যাবে না। বাড়ির আশেপাশে নর্দমা গুলো পরিষ্কার রাখার ব্যবস্থা করতে হবে।
দ্বিতীয়ত মশার উপদ্রব বাড়ার সময়গুলিতে বাড়ি চারিপাশে ব্লিচিং ছড়াতে হবে এবং কোন স্থানে নোংরা জল জমতে দেওয়া যাবে না।
তৃতীয়ত,বাড়ির জানলা গুলোতে অতিরিক্ত নেট ব্যবহার করতে হবে যাতে ঘরের মধ্যে মশা না ঢুকতে পারে।
চতুর্থত মশা মারার তেল ,ধুপ ,ক্রিম ইত্যাদি ব্যবহার করুন এবং রাতে শোবার সময় অবশ্যই মশারি টাঙান।