মমতাকে টক্কর দিতে রাজ্য সভাপতি পদে বঙ্গকন্যাতেই জোর দিচ্ছে বিজেপি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফর্মুলা ওয়ান নীতিতে এবার এগোতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ২০২১ এর বিধানসভা নির্বাচনে ২০০ আসন না পাওয়ায় ঘরে বাইরে যথেষ্ঠ মুখ পুড়েছে কেন্দ্র ও রাজ্যের বিজেপি নেতৃত্বের।
তারমধ্যে দিলীপ ঘোষের আলটপকা মন্তব্য ও কেন্দ্রীয় নেতৃত্বের গা-ছাড়া মনোভাবের কারণে অনেকেই অব্যাহতি নিয়েছেন দল থেকে। শুভেন্দু বনাম দিলীপ বিতর্কেও জেরবার কর্মীরা। বারংবার বিজেপির অন্দরের অশান্তি প্রকাশ্যে এসেছে।
এই সমস্ত ব্যাখ্যাকে কাজে লাগিয়ে ফর্মুলা ওয়ান নীতিতে দিলীপ ঘোষকে মেয়াদ শেষের পর রাজ্য সভাপতি পদ থেকে সরাতে ততপর কেন্দ্রীয় নেতৃত্ব। সেক্ষেত্রে নতুন মুখ কে হবেন তা নিয়ে চলছে একাধিক জল্পনা। মূলত বিজেপির সভাপতি পদে যারা বসেন তারা আরএসএস ঘরানার। অন্যদিকে বিরোধী দলনেতার সঙ্গে সম্পর্কের বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহলের একাংশ।
দিলীপের পরিবর্তে উঠে আসছে, সাংসদ দেবশ্রী চৌধুরী, সাংসদ সুকান্ত মজুমদার, শ্রীরুপা মিত্র চৌধুরি, অনির্বাণ গাঙ্গুলীর নাম। তবে কে হবেন সভাপতি তাতে সীলমোহর দেবে কেন্দ্রীয় নেতৃত্ব। এদের মধ্যে কে হবেন? কোনদিকে পাল্লা ভারী? সেটা সময় বলবে।
সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য বিজেপি পরিচালনা করতে পারে। নির্বাচনে পরাজয়ের পর যারা তৃণমূল কংগ্রেস থেকে এসেছিলেন তারা অনেকে নিস্তব্ধ। অনেকে নীরব থেকেছেন বিভিন্ন কারণে। বিজেপি-র অন্দরে কান পাতলেই শোনা যায় দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারীর ঠান্ডা লড়াই।
প্রতি মাসে দপ্তরগুলির শূণ্যপদের তালিকা পাঠাতে হবে নবান্নে, কর্মসংস্থানে নয়া উদ্যোগ
সেই কারণেই রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বাবুল সুপ্রিয় পর্যন্ত নীরবে সরে গিয়েছেন। ২০২৪ এর নির্বাচন আসন্ন। লোকসভা নির্বাচনের আগে টক্কর দিতে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তারা।
শোনা যাচ্ছে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলায তাই মহিলা মুখকেই বেছে নিতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেক্ষেত্রে গ্রহণযোগ্যতা বা সাংগঠনিক দিক থেকে অবশ্যই দেবশ্রী চৌধুরীর নাম আগে উঠে আসছে।
২০১৯ এর লোকসভা নির্বাচনে দেবশ্রী চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। পাশাপাশি শ্রীরূপা মিত্র চৌধুরী শিক্ষিত মার্জিত নেত্রীকে নিয়েও ভাবনা চিন্তা চলছে দিনদয়াল উপাধ্যায় ভবনে। অবশ্য সীলমোহর দেবেন অমিত শাহ ও জগৎ প্রকাশ নাড্ডা।
তবে বাংলা পেতে চলেছে একজন মহিলা বিজেপির রাজ্য সভাপতি, এ জল্পনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।