পুরসভায় টেন্ডার দুর্নীতি, গ্রেফতার তৃণমূল ত্যাগী প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুরসভায় টেন্ডার দুর্নীতি। আর্থিক তছরুপের ঘটনায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন বস্ত্র ও আবাসন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিষ্ণুপুর প্রাক্তন বিধায়ক ছিলেন। একইসঙ্গে দীর্ঘদিন বিষ্ণুপুর পুরসভার পুরপ্রধান ও প্রশাসক হিসাবে দায়িত্ব সামলেছেন তিনি।

সূত্রের খবর, সেই সময় বিভিন্ন সরকারি প্রকল্পে তিনি প্রায় দশ কোটি টাকারও বেশি আর্থিক অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠে এসেছে। এই মর্মে সম্প্রতি বিষ্ণুপুর থানায় অভিযোগ জানিয়েছেন বিষ্ণুপুরের মহকুমা শাসক।অভিযোগের ভিত্তিতেই রবিবার সকালে প্রাক্তন মন্ত্রীকে গ্রেফ্রতার করে বিষ্ণুপুর থানার পুলিশ।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, মন্ত্রী থাকাকালীন বহু সরকারি বিষয়ের টেন্ডার নেওয়া হয়েছিল। কাজ কিছুই হয়নি। ৩৪ বছর ধরে কখনও কংগ্রেস, কখনও তৃণমূলের হয়ে বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলেছিলেন তিনি।

শুধু তাই নয়, এই তছরূপের ঘটনায় আরও চারজনের নাম উঠে এসেছে। তবে তদন্তের স্বার্থে সেইসব নাম প্রকাশ্যে আনা হচ্ছে না বলে জানিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ।

আফগানিস্তানে তালিবান কব্জার এক সপ্তাহ পার, জঙ্গিরা খুঁজছে টাকা

পুলিশ সূত্রে খবর, ধৃত প্রাক্তন মন্ত্রীকে রবিবারই আদালতে তোলা হবে। জানা গেছে এদিন নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।

উল্লেখ্য, ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গ্রেফতারিকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়। যদিও পরে মোহভঙ্গ হয় তাঁর। ফিরে আসতে চেয়েছিলেন তৃণমূলে। কিন্তু দল তাঁকে ফিরিয়ে নেয়নি।

ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির চাপানউতোর শুরু হয়েছে।  বিজেপির দাবি, সামনে পুরসভার নির্বাচন। তৃণমূলের পায়ের তলায় মাটি সরে গিয়েছে। তাই এভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে।

তৃণমূল নেতা শ্যামল সাঁতরার কথায়, প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই পুলিশ ব্যবস্থা নিয়েছে। আইন আইনের পথে চলবে। এ ব্যাপারে দলের কোনও বক্তব্য নেই।

সম্পর্কিত পোস্ট