টিকা নিতে গিয়ে পদপিষ্ট , BDO ও BMOH কে শোকজ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভ্যাকসিন এর দুটি ডোজই দেওয়া হবে। এই খবর পেয়ে জলপাইগুড়ির দুরামারি চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়ের সামনে শয়ে শয়ে গ্রামবাসীরা একত্রিত হয়েছিলেন। চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয় সেখানে গেট খোলা মাত্রই। হুড়োহুড়ি- দৌড়াদৌড়িতে স্কুলের সামনে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয় পদপৃষ্ঠ হন অন্তত ৩০ জন।

আহতদের মধ্যে অনেকেই হাসপাতলে এখনো চিকিৎসাধীন। বর্তমানে সাতজন বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক হওয়ায় দ্রুত তাদের স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার জলপাইগুড়ি জেলার নতুন ব্লক বানারহাটের শালবাড়ি ১ ও ২ এবং সাকোয়াঝোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে টিকা কেন্দ্রের আয়োজন করা হয়েছিল। সূত্র মারফত জানা গিয়েছে দুরামারি স্কুলের টিকাকেন্দ্রে আয়োজন করা হয়েছে একথা জানতেননা স্কুল কর্তৃপক্ষ।

মাসের প্রথম দিনেই ৯০০ টাকা পেরিয়ে গেল গ্যাসের দাম

চড়া রোদে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর স্কুলের গেট খুলতেই হুড়মুড়িয়ে মানুষ ছুটতে শুরু করেন। বাধা দিতে গেলে পুলিশকর্মীরা উত্তেজনা তীব্র আকার ধারণ করে।

এই ঘটনার খবর প্রকাশ্যে রাস্তায় সরকারকে তীব্র আক্রমণ করেন বিরোধীরা। একইসঙ্গে টিকা নিতে গিয়ে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হওয়ায় এর দায় কার তা নিয়ে প্রশ্ন ওঠে।গোটা ঘটনায় ধুপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং বানারহাটের বিডিও কে শোকজ করা হয়েছে জেলাশাসকের তরফে।

রাজ্য প্রশাসনের গাফিলতির ফলে এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিরোধীরা যদিও গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। জবাব তলব করা হয়েছে শোকজ লেটারে।

সম্পর্কিত পোস্ট