ইথানল উৎপাদন ও তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগে নতুন নীতি তৈরি করছে সরকার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে ইথানল উৎপাদন ও তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগে উৎসাহ দিতে রাজ্য সরকার নতুন নীতি তৈরি করছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই দুই বিষয়ে নীতি তৈরির প্রস্তাব গৃহীত হয়েছে।
খুব শীঘ্রই এ ব্যাপারে রাজ্যসরকার বিস্তারিত নীতি নির্দেশিকা প্রকাশ করবে বলে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। তিনি জানান ডাটা প্রসেসিং শিল্পের স্পষ্ট নীতি তৈরীর জন্য একাধিক সংস্থার তরফে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। সেই আবেদনে সাড়া দিয়েই এই পদক্ষেপ করা হচ্ছে।এই দুই শিল্পের নীতি প্রস্তুত হলে সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রে উৎসাহিত হবে এবং রাজ্যে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগের সুযোগ প্রস্তুত হবে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমানের পানাগড়ে এক অনুষ্ঠান মঞ্চ থেকে চালের খুদ থেকে ইথানল তৈরির প্রকল্পকে উৎসাহ দিতে নীতি প্রণয়নের কথা ঘোষণা করেন।একইসঙ্গে রাজ্যে ইঞ্জিনিয়ারিং ও ফাউন্ড্রি শিল্পকে উৎসাহ দিতে বিভিন্ন পদক্ষেপের কথা শিল্পমন্ত্রী জানিয়েছেন।
তিনি বলেন, রাজ্যে ফাউন্ড্রি শিল্পের দুই হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব রয়েছে। যেখানে কয়েক হাজার কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে তিনি জানান।