হাসপাতালে ভ্যাকসিন নেই, TMC নেতাদের সুপারিশে ক্লাবেই ক্যাম্প, অভিযোগ বিজেপির

দ্য় কোয়ারি ওয়েবডেস্কঃ হাসপাতালে ভ্যাকসিন নেই। ক্লাবেই মিলছে ভ্যাকসিন। আলিপুরদুয়ারে তেমনই অভিযোগ উঠল। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতাদের সুপারিশে ক্লাবেই ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। তৃণমূল কংগ্রেসের নেতারা বাড়ি বাড়ি ঘুরে ভ্যাকসিনের টোকেন বিলি করছেন বলে অভিযোগ বিজেপির।

আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, ” তৃণমূল নেতাদের সুপারিশে টিকাদান চালাচ্ছে স্বাস্থ্য দফতর। তৃণমূল কংগ্রেস নেতারা বাড়ি বাড়ি ঘুরে টিকার স্লিপ বিলি করছেন। কেন্দ্রীয় সরকার টিকা পাঠাচ্ছে। কিন্তু সেই টিকা হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে না দিয়ে তৃণমূল প্রভাবিত ক্লাবে টিকা দেওয়ার ব্যাবস্থা করা হচ্ছে। আমরা চাই দল মত নির্বিশেষে সকলকে টিকা দেওয়া হোক। হাসপাতালে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে টিকা পাচ্ছেন না মানুষেরা।”

উল্লেখ্য বুধবার আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বাবুরহাট সুকান্ত ক্লাবে করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার ব্যাবস্থা করে স্বাস্থ্য দফতর। এই ক্লাবে টিকা দেওয়া নিয়েই বিতর্ক তৈরি হয়। সকাল থেকে এদিন এই ক্লাবে টিকার জন্য মানুষের লম্বা লাইন হয়। ভিড়ে ঠাসাঠাসিতে এখানে টিকার লাইনে কোভিড বিধি শিকেয় ওঠে।

ত্রিপুরাঃ বিধানসভার অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েই বিজেপির সহ সভাপতি হিসাবে নিযুক্ত রেবতি মোহন দাস

ক্লাবের সদস্য গৌতম দাস বলেন, ” স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের সাথে কথা বলে ৫০০ জনকে টিকা দেওয়ার ব্যাবস্থা করা হয়েছে। বি এম ও এইচের সাথে কথা বলে আগামি দিনেও ক্লাবে টিকা কেন্দ্র করা যায় কি না দেখা হবে।” এদিকে ক্লাবে টিকা দিলেও পাশেই বাবুরহাট ব্লক হাসপাতালে ভোর বেলা থেকে লাইনে দাড়িয়েও টিকা পাচ্ছেন না বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দা মহেশ রায় বলেন, ” ভোর চারটে থেকে টিকার জন্য লাইনে দাড়িয়েছি। অথচ বেলা ১২ টা বেজে গেল এখনও টিকা দেওয়ার নাম নেই। এখন বলা হচ্ছে প্রথম ডোজ দেওয়া হবে না। কিন্তু হাসপাতালে টিকা না দিয়ে ক্লাবে কিভাবে টিকা দেয় প্রশাসন?”

বিষয়টি নিয়ে আলিপুরদুয়ারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা বলেন, ” স্থানীয় বি এম ও এইচ, বিডিওরা কোথায় টিকা দেবেন তা ঠিক করছেন। কোন ক্লাবে টিকা দেওয়া হচ্ছে কি না তা আমার জানা নেই। তবে পরিকাঠামো ঠিক থাকলে ক্লাবেও টিকা দেওয়া যেতে পারে। টিকার পর্যাপ্ত যোগান রয়েছে। ভ্যাকসিন সেন্টারে অবশ্যই ভ্যাকসিন পাবেন মানুষ। কোথাও না পেলে তা খতিয়ে দেখা হবে।”

আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সৌরভ চক্রবর্তী বলেন, ” বিজেপি মিথ্যে অভিযোগ করছে। স্বাস্থ্য দফতরের সুপারিশেই ক্লাবে ভ্যাকসিন কেন্দ্র করা হয়েছে। দুর্গম যেসব জায়গায় টিকা দেওয়ার মত জায়গা নেই সেইসব এলাকায় স্থানীয় ক্লাবদের সহযোগীতা চাওয়া হয়েছে। বিজেপি নিজেরা মানুষের কাজ করবে না অন্যদেরও মানুষের কাজ করতে বাধা দেবে। এটাই ওদের চরিত্র।”

সম্পর্কিত পোস্ট