করোনাঃ উদ্বেগ বাড়িয়ে হাওড়া ও হুগলিতে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হদিস

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার তৃতীয় কেউ রুখতে একাধিক সর্তকতা গ্রহণ করছে কেন্দ্র এবং রাজ্য সরকার। চিকিৎসকেরা বারবার সতর্ক করছেন  সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবরের শুরুতেই তৃতীয় ঢেউ আছড়ে পড়বে।

ইতিমধ্যেই করোনার গ্রাফ প্রতিদিনই রেকর্ড তৈরি করছে। উদ্বেগ বাড়িয়ে এবার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হদিস পাওয়া গেল। একজন হাওড়া এবং অন্যজন হুগলির বাসিন্দা বলে জানা গিয়েছে সূত্রে।

ডেল্টা প্লাস নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক মহল। দ্রুত নিজের চরিত্র বদল করে ফেলছে করোনা ভাইরাস। প্রথম থেকেই একথা বারবার জানিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছেন ডেল্টা ভ্যারিয়েন্ট অত্যন্ত সংক্রামক। দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

কেরলের পরিস্থিতি ইতিমধ্যেই উদ্বেগ বাড়িয়েছে। ওনাম উৎসবের পর হু হু করে যেভাবে করোনা সংক্রমণ বেড়েছে চিন্তার চলতি মাসের শেষ থেকেই বাংলাতে উৎসবের মরসুম বাড়তি চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের।

শীঘ্রই আত্মপ্রকাশ করবে আফগানিস্তানের নতুন সরকার, প্রধানমন্ত্রী বরাদর

গণেশ পুজো বিশ্বকর্মা পুজোর পরেই দুর্গোৎসব তারপরও লক্ষ্মীপুজো দীপাবলি ভাইফোঁটা। আইসিএমআর এর ডিজি সতর্ক আমজনতাকে। বারবার জানানো হচ্ছে এড়িয়ে চলতে হবে।

উল্লেখ্য এখনো পর্যন্ত এ রাজ্যে বন্ধ রয়েছে লোকাল ট্রেন 11 টা পর্যন্ত মোটের উপর জনজীবন স্বাভাবিক থাকলেও নাইট কারফিউ তে কড়া নজরদারি চালানো হচ্ছে।

একসঙ্গে বহু মানুষের জমায়েত হতে পারে এমন ক্ষেত্রগুলিতে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য। তবে করোনার দ্বিতীয় ঢেউতে হাওড়া এবং হুগলির পরিস্থিতি যথেষ্ট ফেলেছিল। এই পরিস্থিতিতে এই দুই জেলাতে নতুন করে ডেল্টা ভেরিয়েন্ট এর প্রবেশের খবর উদ্বেগ বাড়াচ্ছে।

বারংবার আম জনতাকে সতর্ক থাকার বার্তা দিচ্ছেন রাজনীতিবিদ থেকে চিকিৎসকরা। টিকার দুটি ডোজ নেওয়া থাকলেও সর্তকতা অবলম্বন করা প্রয়োজন বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

সম্পর্কিত পোস্ট