কংগ্রেসে যোগ দিচ্ছেন কানহাইয়া কুমার ! নেপথ্যে প্রশান্ত কিশোর ! জোর জল্পনা…

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  কংগ্রেসে যোগদান করতে চলেছেন কানহাইয়া কুমার। জানা গিয়েছে কংগ্রেসের হাইকমান্ডের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে তার। আরও খবর পাওয়া গিয়েছে, কংগ্রেসের সঙ্গে কানহাইয়া কুমারের যোগসাজশের নেপথ্যে রয়েছেন প্রশান্ত কিশোর।

খবর প্রকাশের আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সহায়তা করেছিলেন ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর ও তার সংস্থা আইপ্যাক।

শোনা যাচ্ছে তিনি যোগ দিতে চলেছেন কংগ্রেসে। কোন পদে থাকবেন প্রশান্ত কিশোর তা নিয়েই আপাতত কংগ্রেসের অন্দরে বৈঠক চলছে বলে খবর। তার মাঝেই প্রশান্ত কিশোরের হাত ধরে কানহাইয়ার কংগ্রেসে যোগদানের খবর নতুন করে জল্পনা তৈরি করেছে।

২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখতে ইতিমধ্যেই সমস্ত অবিজেপি দলগুলিকে বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সকল বিরোধীদের একজোট হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কানহাইয়া কুমারের কংগ্রেসের যোগ দেওয়ার জল্পনা সেই পরিকল্পনারই অঙ্গ বলে মনে করছে রাজনৈতিক মহল।

করোনাঃ উদ্বেগ বাড়িয়ে হাওড়া ও হুগলিতে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হদিস

প্রসঙ্গত সপ্তাহখানেক আগে জেডিইউ নেতাদের সঙ্গে সাক্ষাত করেছিলেন কানহাইয়া কুমার।  নিতিশ কুমার ছাড়াও সেই তালিকায় ছিলেন অশোক চৌধুরী। যদিও কানাইয়া কুমারের জেডিইউ যোগের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন তারা।

উল্লেখ্য দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা হিসেবে উঠে আসেন কানহাইয়া কুমার। ২০১৬ সালের শুরুতেই কানহাইয়া সংবাদ শিরোনামে উঠে আসেন বিজেপি বিরোধী কর্মসূচিতে বিতর্কিত মন্তব্য করে।

সেসময় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। তারপর থেকেই ভারতীয় রাজনীতিতে সুবক্তা হিসেবে জায়গা করে নেন কানহাইয়া কুমার। ২০১৯ লোকসভা নির্বাচনে সিপিআই এর প্রার্থী হয়েছিলেন তিনি। ভোটে জিততে না পারলেও বিপুল পরিমাণ চাঁদা তুলে চমক দিয়েছিলেন তিনি।

এরপর সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশই পেছনের সারিতে চলে যেতে থাকেন কানহাইয়া কুমার। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে নতুন করে তার কংগ্রেস যোগের জল্পনা নিঃসন্দেহে রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি করেছে।

আগামী দিনে কোন রাজনৈতিক দলের প্রতীকে দেখা যাবে তাঁকে? আপাতত সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক শিবিরে।

সম্পর্কিত পোস্ট