একটানা বৃষ্টিপাত, কালিম্পঙে ধসে মৃত ১
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কালিম্পং এর পেডং এ ধসে মৃত এক। আজ সকালে কালিম্পং এর
পেডং এর কাছে কাঠারে তে আচমকা ধ্বস নামায় তাতে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম বীর বাহাদুর মগর (৭৫)।
গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে চলছে প্রবল বৃষ্টিপাত। শুক্রবার কালিম্পং জেলায় সারাদিন ধরে চলেছে বৃষ্টি। বিশেষ করে কালিম্পঙের লাভা লোলেগাঁও অঞ্চলে প্রত্যেক বছরই জেলার অন্যান্য জায়গার তুলনায় বৃষ্টিপাত বেশি হয়।
কারণ এই অঞ্চলগুলি ঘন জঙ্গলে ঘেরা। শুক্রবারের প্রবল বৃষ্টিপাতের ফলে কালিম্পং মহাকুমার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঠরেতে নেমে আসে বিরাট ধস। আজ ভোরের দিকে এই ধসের ফলে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকায় বীর বাহাদুর মগরের তৎক্ষণাৎ মৃত্যু হয়।
প্রশাসনের কর্তাব্যক্তিরা এসে ধস সরিয়ে মৃতের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে। তবে যে অংশে
বীরবাহাদুর মগর থাকতেন সেই অংশে অন্য কোন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি। প্রশাসনের কর্তাব্যক্তিরা এসে ধস সরানোর কাজে হাত দিয়েছে। কিন্তু বৃষ্টিপাতের জন্য তাদের এই কাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।