প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয়ে হামলা, সরগরম ত্রিপুরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ত্রিপুরায় হামলার মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোমবার নিজের নির্বাচনী কেন্দ্র ধনপুর যাচ্ছিলেন তিনি। পথেই হামলা হয় তার কনভয়ে।

অভিযোগ কনভয়ের দু একটি গাড়িতে হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারপরেই গাড়ি থেকে নেমে পড়েন মানিক সরকার। তাঁকে  নিরাপদ জায়গায় নিয়ে যান কর্মী সমর্থকেরা।

উভয় পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, ঘটনায় কোনভাবে বিজেপির হাত নেই।

কর্মী-সমর্থকরা জানাচ্ছেন এলাকা পরিদর্শনে সোমবার সকালে যাচ্ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। হঠাৎই মাঝপথে তার গাড়ি আটকানো হয়। লাঠি, বাঁশ দিয়ে নির্বিচারে হামলা চালানো হয় গাড়ি গুলির উপর।

ফেরি পরিষেবায় স্মার্ট কার্ড চালু কলকাতায়

তখনই পরিস্থিতির খোঁজ নিতে গাড়ি থেকে নেমে পড়েন বর্ষীয়ান নেতা। সুরক্ষার জন্য তাঁকে অন্যত্র সরিয়ে নিয়ে যান একাংশ। তারপরেই সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয়পক্ষ।

বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে, মানিক সরকারের নিজের নির্বাচনী কেন্দ্র ধনপুর হলেও তিনি সেখানে যান না। উন্নয়নের কোন কাজ তিনি সেখানে করেননি। তাই এলাকায় ঢুকতে দিতে চাইছে না জনগণ। এটা তাদেরই ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র।

প্রসঙ্গত রবিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, সমর্থকদের কাছে টানতে তাদের বাড়ি গিয়ে জনসংযোগ করতে হবে।  তারপরের দিনই প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের ওপর হামলায় রাজনৈতিক উত্তেজনা নতুন করে শুরু হয়েছে ত্রিপুরায়।

সম্পর্কিত পোস্ট