করোনা সংক্রমন ঠেকাতে ৭টি দেশ থেকে আসা যাত্রীদের ওপর বিশেষ নজরদারির সিদ্ধান্ত
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর মঙ্গলবার জরুরি বৈঠকে বসছে । নতুন করে সংক্রমনের আশঙ্কা আটকাতে ৭টি দেশ থেকে আসা যাত্রীদের ওপর বিশেষ নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে, বসনিয়া, এই ৭টি দেশ থেকে আসা যাত্রীদের দেহেই নতুন ভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছে।
এই নিয়ে কেন্দ্র সরকার ইতিমধ্যেই নতুন গাইড লাইন জারি করেছে। এরাজ্যে এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই বৈঠকে আলোচনা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।
PAC চেয়ারম্যান মুকুল রায়, পত্রযুদ্ধে রাজ্যপালকে সাংবিধানিক মর্যাদার কথা স্মরণ করালেন অধ্যক্ষ
অন্যদিকে চলতি মাসেই বাংলার জন্য বেড়েছে টিকার বরাদ্দের পরিমাণ। একদিনে ২৪ লক্ষ কোভিশিল্ড এল রাজ্যে। সেপ্টেম্বর মাসে বাংলার জন্য ১ কোটি ৩৩ লক্ষ টিকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে।
করোনা সংক্রমণে রাশ টানতে উৎসবের মরসুমে অবলম্বন করেছে রাজ্য। তবে বিশেষজ্ঞরা বারবার বলছেন টিকাকরণের গতি বাড়ানোর কথা। এতদিন রাজ্যের ভাঁড়ারে পর্যাপ্ত টিকার অভাব থাকায় বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল টিকাকরণ পদ্ধতি।
চলতি মাসেই রাজ্যে সুষ্ঠুভাবে টিকাকরণ চালিয়ে নিয়ে যেতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নবান্ন। একইসঙ্গে শহরতলিতেও টিকাকরণের বিশেষ জোর দেওয়া হচ্ছে।