পুজো মণ্ডপে তিন দিক পুরোপুরি খোলা রাখতে হবে, জারি কড়া নির্দেশিকা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আসন্ন দুর্গোৎসবের পুজো মণ্ডপে তিন দিক পুরোপুরি খোলা রাখতে হবে, যাতে কোভিড বিধি মেনে দর্শনার্থীরা প্রতিমা দর্শন করতে পারেন।

বুধবার, জেলা শাসকদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। নবান্ন থেকে ভার্চুয়ালি তিনি জানিয়ে দেন, গতবারের মতোই কোভিড বিধি মেনে পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশাধিকার দেওয়া হবে কিনা, রাতে প্রতিমা দর্শন করতে দেওয়া হবে কিনা সে বিষয়ে কয়েকদিনের মধ্যেই বিস্তারিত নির্দেশিকা জানিয়ে দেওয়া হবে।

এবার থেকে বৃত্তিমূলক শাখার পড়ুয়ারাও ট্যাব-স্মার্টফোন কেনার সরকারি অনুদান পাবেন

গতবারের মতো জেলার ক্লাবগুলিকেও ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। জেলাশাসককে দেখতে হবে কোভিড বিধি মেনে ক্লাবগুলি মণ্ডপ তৈরি করছে কিনা। নিয়মিত স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকছে কিনা। দর্শনার্থীদের জন্য মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

মণ্ডপে আগতরা যাতে শারীরিক দূরত্ব বজায় রাখেন এবং মাস্ক পরেন সেই বিষয়ে দেখার দায়িত্ব ক্লাবের স্বেচ্ছা সেবকদের নিতে হবে।

সম্পর্কিত পোস্ট