মহাদেবের আরাধনায় মহা শিবরাত্রি

সভাপতি অতনু প্রসাদ মিত্রের নেতৃত্বে হয়ে আসছে এই মহা আরাধনা। কলকাতা সহ রাজ্য তথা বিভিন্ন প্রান্তে এমনকি  দেশেরও বিভিন্ন জায়গায় বিগত দিনে হয়েছে এই বালিগঞ্জ ভোলেবাবা মন্দির কমিটি এর উদ্যোগে মহাদেবের আরাধনা।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এক নয়, দুই নয় একেবারে টানা ১৪ বছর মহাদেবের আরাধনা করে আসছে বালিগঞ্জ ভোলেবাবা মন্দির কমিটি।

সভাপতি অতনু প্রসাদ মিত্রের নেতৃত্বে হয়ে আসছে এই মহা আরাধনা।

কলকাতা সহ রাজ্য তথা বিভিন্ন প্রান্তে এমনকি  দেশেরও বিভিন্ন জায়গায় বিগত দিনে হয়েছে এই বালিগঞ্জ ভোলেবাবা মন্দির কমিটি এর উদ্যোগে মহাদেবের আরাধনা।

শুক্রবার কলকাতা পুরসভার ৬৯ নম্বর এওয়ার্ড সংলগ্ন পেয়ারাবাগান এর নিউ বেলতলা কিশোর সঘের যৌথ পরিচালনায়
সকাল থেকে শুরু হয়ে যায় বাবার আরাধনা – পুজো।

প্রথমে রীতিরেওয়াজ মেনেই বাবার অভিষেক পর্ব। অভিষেক পর্বে থাকলেন সস্ত্রীক অতনু প্রাসাদ মিত্র সহ বিভিন্ন ভক্তগণ।

অঞ্চলের মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরোহিতের মন্ত্র উচ্চারণ ,বাবা মহাদেবের মাথায় জল ঢালা সবাই হলো। এই বিশেষ মুহূর্ত খুবই দুর্লভ।

আরও পড়ুনঃ পুর নির্বাচন : সিএএ-এনআরসি ইস্যুতে ব্যাকফুটে বিজেপি, পিকে ম্যাজিকে আত্মবিশ্বাসী তৃণমূল

এদিন সকাল থেকেই শুরু হয়ে যায় ভোগ বিতরণ অনুষ্ঠান। প্রচুর ভক্ত তাদের অন্তরের অন্তরস্থল থেকে প্রণাম উজাড় করে দেন বাবার কাছে।

পেয়ারাবাগান সংলগ্ন অঞ্চলগুলিতে বাড়িতে বাড়িতে পৌঁছে যায় বাবার ভোগ। আনুমানিক ৬০০০ মানুষকে ভোগ বিতরণ করা হয় এদিন।

সন্ধে বেলায় বাবার মন্দির প্রাঙ্গনে দেয়া হলো অঞ্চলের মহিলাদের জন্য নতুন বস্ত্র। বিকেল থেকেই উপস্থিত হন অঞ্চলের সমস্ত মহিলারা।

নির্দিষ্ট কুপনের বিনিময়ে শাড়ি প্রাদান অনুষ্ঠান।

উপস্থিত থাকলেন রাজ্যের মাননীয় মন্ত্রী তথা বালিগঞ্জ কেন্দ্রের বিধায়ক শ্রী সুব্রত মুখোপাধ্যায় , কলকাতা পুরসভার মেয়র পরিষদ তথা ৯০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আইনজীবী বৈশানোর চট্টোপাধ্যায় , বরো চেয়ারম্যান সন্দীপ বক্শি , পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেস এর সম্পাদক ইয়াসির হায়দার , কলকাতা জেলা যুব তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক সৌরভ বসু , অঞ্চলের দীর্ঘ দিনের তৃণমূল কংগ্রেসের লড়াকু সৈনিক নারায়ণ জানা , দিলীপ সরকার , যুব নেতা ভরত জানা , সমাজসেবী সঞ্জীব রায় , কল্লোল গাঙ্গুলি , মৌমিতা গাঙ্গুলি , শর্মিষ্ঠা দেব সরকার , শিক্ষক ইন্দ্রজিৎ সরকার , উত্তর ২৪ পরগনার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তারক চক্রবর্তী , ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি আশীষ লাল সিং , সমাজসেবীর রণজয় রক্ষিত , প্রবীণ সমাজসেবী মুরারকা স্যার , সমাজসেবী সুস্মিতা চক্রবর্তী , সমীর দাস, ছাত্র নেতা রোহিত সাহা প্রমুখ।

বালিগঞ্জ ভোলেবাবা কমিটি কি ভাবে কাজ করে চলেছে এবং আগামী দিনে এই কমিটির কাজ ও কি হতে চলেছে তা জানালেন কমিটির সভাপতি শ্রী অতনু প্রাসাদ মিত্র।

পেয়ারাবাগান অঞ্চলে একেবারে অতনুর ঐকান্তিক প্রচেষ্টায় করা হচ্ছে কমিউনিটি হল। খুব দ্রুত চালু হচ্ছে বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।

এইবাবেই মহাদেবের আরাধনায় বালিগঞ্জ ভোলেবাবা মন্দির কমিটি এর উদ্যোগে এবং বেলতলা নিউ কুশোর সংঘের যৌথ পরিচালনয় হয়েগেলো ২০২০ এর মহা শিবরাত্রি এর পুজো। ওম নমঃ শিবায়ঃ।

সম্পর্কিত পোস্ট