তৃণমূলকে রুখতে মরিয়া বিজেপি, অক্টোবরেই ত্রিপুরায় পুজোর উদ্বোধনে শুভেন্দু
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ত্রিপুরার মাটিতে আধিপত্য প্রতিষ্ঠা করতে মরিয়া তৃণমূল। এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে তৃণমূলের হেভিওয়েট নেতৃত্বরা ঘনঘন যাতায়াত করছেন ত্রিপুরায়। দিন দুয়েক আগেই বামেদের কার্যালয় ভাঙচুর চালায় বিজেপি। সেই ছবি প্রকাশে আসতেই বামেদের নৈতিক সমর্থন জানিয়েছে তৃণমূল। সেইসঙ্গে বিজেপিকে একহাত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
টালমাটাল এই পরিস্থিতিতে বিপ্লব দেব সরকারের গদি বাঁচাতে তৎপর হয়ে উঠেছে গেরুয়া শিবির সূত্র মারফত জানা গিয়েছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে পা রাখতে চলেছে এ রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
যদিও সূত্র মারফত জানা গিয়েছে সম্পূর্ণ অরাজনৈতিক কাজেই ত্রিপুরা যাচ্ছেন তিনি হয়তো সেখানে বেশ কয়েকটি পুজোর উদ্বোধন এও দেখা যেতে পারে তাকে। সেইসঙ্গে বিপ্লব দেবের সঙ্গে বেশ কয়েকটি জায়গায় অনুষ্ঠানে হাজির থাকতে পারেন তিনি।
একদিকে যখন 2023 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাটি কামড়ে পড়ে আছে ঘাসফুল শিবির। ঠিক সেই মুহূর্তে সেখানে শুভেন্দু অধিকারীর আগমন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
ফের দুই জনপ্রিয় সংবাদমাধ্যমের দফতরে আয়কর হানা, রাজনৈতিক চাল নয় তো? প্রশ্ন পর্যবেক্ষকদের
প্রসঙ্গত এই মুহূর্তে ত্রিপুরায় সুদীপ রায় বর্মন এর সঙ্গে বিপ্লব দেব সরকার এর দূরত্ব স্পষ্ট। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সুদীপ রায় বর্মন সহ একগুচ্ছ বিধায়ক এবং নেতাকর্মী যোগদান তৃণমূলে তাহলে ত্রিপুরার মাটি থেকে উৎখাত করা শুধু সময়ের অপেক্ষা।
প্রসঙ্গত এদিন শুভেন্দু অধিকারীর ত্রিপুরা যাওয়ার সামনে আসতেই নয়া সমীকরণ তৈরি হয়েছে। অসমর্থিত সূত্র মারফত জানা গিয়েছে হয়তো সুদীপ রায় বর্মন এর সঙ্গে দেখা করতে পারেন শুভেন্দু।
দীর্ঘদিন তৃণমূলে থাকার সুবাদে ঘাসফুল শিবিরের রাজনৈতিক মারপ্যাঁচ তার অজানা নয়। পর্যবেক্ষকরা মনে করছেন হয়তো সেই চালেই বাজিমাত করতে চাইছেন অধিকারী গড়ের এই দাপুটে নেতা।